ঢাকা রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার-৩
  • দিনাজপুর প্রতিনিধিঃ
  • ২০২১-০৮-২৫ ০১:৪৫:১৯

দিনাজপুর চিরিরবন্দরে অভিযান চালিয়ে  ১ হাজার ৯ শত ৩৫ পিচ ইয়াবা, মাদক বিক্রির নগদ ৩৩ হাজার টাকা, ৪টি মোবাইল ফোন, একটি নম্বর বিহিন পালসার মোটর সাইকেলসহ ৩ মাদক কারবারীকে গ্রেফতার করেছে  র‌্যাব -১৩ । 

সোমবার সন্ধ্যায় দিনাজপুর র‌্যাব-১৩ কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে বিষযটি নিশ্চিত করেছেন কোম্পানী কমান্ডারের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইড লেফটেন্যান্ট  মাহমুদ বশির আহমেদ ।

আটক মাদক কারবারীরা হলে, ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বলিয়া গ্রামের মৃত বেদনা মিয়ার ছেলে হাবিবুর রহমান ওরফে চৌধুরী (৪৭), নওগাঁ জেলার বালাগাছি উপজেলার সরমাপুর গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে রুবেল হোসেন (৩৪) এবং দিনাজপুর জেলার সদর উপজেলার খামার ঝাড়বাড়ী মহুদপাড়া গ্রামের মৃত কোভেদ উদ্দিনের ছেলে রায়হান হিপ্পু (৩৪)।

দিনাজপুর র‌্যাব -১৩ সহকারী পরিচালক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার চিরিরবন্দরের ঘুঘুরা তলীতের বাজারে মাদক ব্যবসাদের মোটর সাইকেল থামিয়ে চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করার সময় তাদের শরীর তল্লাশী করে ১ হাজার  ৯ শত ৩৫ পিচ ইয়াবা, নগদ ৩৩ হাজার ৪৮০ টাকা নগদ, ৪টি মোবাইল ফোন, একটি নম্বরবিহীন পালসার মোটরসাইকেল উদ্ধার করা  হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দীর্ঘ ধরে এই মাদক কারবারের সাথে জড়িত বলেও তারা স্বীকার করেছে । 

এ বিষয়ে চিরিরবন্দর থানা ব্যাব বাদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেছেন ।

দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস
ইসকন নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: হাইকোর্ট
সর্বশেষ সংবাদ