সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, প্রশিক্ষণ কার্যক্রমের পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়ন এবং দুর্যোমোকাবেলায় অংশ নিয়ে দেশ ও জনগণকে সহযোগিতা করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।
২০১৯-২০ এর শান্তিকালীন সময়ে বিভিন্ন প্রশংসনীয় ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিতে সোমবার সকালে পদক প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন। ঢাকা সেনানিবাসে এ আয়োজনে ১২৩ জনকে পদক দেয়া হয়।
পরে সেনানিবাসে অন্য এক অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর আয়কর প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। দুদিনব্যাপী এ আয়োজনে সশস্ত্র বাহিনীর সামরিক ও অসামরিক সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা, আয়কর প্রতিবেদন দাখিল করতে পারবেন।