ঢাকা বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪
Let's Learn Aviation Academy’র ঢাকা ইনস্টিটিউটের উদ্বোধন
  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৪-০৯-১৫ ০৬:৪১:০৩

Let's Learn Aviation Academy’র   ঢাকা ইনস্টিটিউটের উদ্বোধন  করা হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) এই উপলক্ষে ঢাকার একটি মর্যাদাপূর্ণ স্থানে একটি অনানুষ্ঠানিক অনুষ্ঠান আয়োজিত হয়। 

 একাডেমির   সিইও ও প্রধান প্রশিক্ষক মোহিয়ান আলী বক্তব্যে বলেন, "ঢাকা দীর্ঘদিন ধরে এমন একটি প্রশিক্ষণ কেন্দ্রের অপেক্ষায় ছিল। পূর্বে, বাংলাদেশ জুড়ে ছাত্রদের ঢাকায় এমন বিশেষায়িত প্রশিক্ষণের জন্য আসতে হতো, অনলাইন বা অফলাইনে। আমাদের নতুন সুবিধা স্থানীয় চাহিদা পূরণে সহায়ক হবে এবং শহরের মধ্যে চাকরি ও ব্যবসায়িক সুযোগ সৃষ্টি করবে।"

 ঢাকার মিরপুরে Let's Learn Aviation Academy-এর নতুন সদর দপ্তর । জানুয়ারি ২০২৪ এ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে একাডেমি বিমান টিকেটিং প্রশিক্ষণে বিশেষজ্ঞ হয়েছে। নতুন ইনস্টিটিউট বিভিন্ন কোর্স প্রদান করবে, যার মধ্যে রয়েছে এয়ার টিকেটিং বেসিক শর্ট কোর্স অনলাইন ও অফলাইনে, একটি উন্নত এয়ার টিকেটিং কোর্স যা বেসিক এবং অ্যাডভান্সড লেভেল কভার করে, এবং ভিসা প্রসেসিং, ট্যুর প্যাকেজ, ও হজ ও ওমরাহ সংক্রান্ত কোর্স। লাইভ ক্লাসের পাশাপাশি, একাডেমি সেশনগুলির রেকর্ড করা ভিডিও এবং IATA এজেন্সির সঙ্গে ইন্টার্নশিপ এবং চাকরি placement সাপোর্ট প্রদান করবে।

Let's Learn Aviation Academy Ltd. বিমান প্রশিক্ষণে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে এবং বিমান শিল্পে আগ্রহী পেশাদারদের দক্ষতা এবং ক্যারিয়ার সম্ভাবনা উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এই গুরুত্বপূর্ণ ঘটনা একাডেমির বিমান এবং ট্রাভেল এজেন্সি সেক্টরের জন্য দক্ষ পেশাদারদের প্রশিক্ষণের লক্ষ্য অর্জনের একটি বড় পদক্ষেপ। নতুন স্থাপনা "এয়ার টিকেটিং প্রফেশনাল কোর্স" উদ্বোধনের মাধ্যমে একাডেমির পৌছানোর ক্ষেত্র ও প্রভাব বৃদ্ধি পেয়েছে।

এই জমায়েতে নতুন ছাত্ররা, একাডেমির স্টাফ, ট্রাভেল এজেন্সির মালিকরা এবং বিভিন্ন GDS সফটওয়্যার কোম্পানি ও এয়ারলাইন্সের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবর ট্রাভেল নেটওয়ার্ক (বাংলাদেশ) লিমিটেডের কান্ট্রি ম্যানেজার ও সিইও মোহাম্মদ সাইফুল হক এবং সহ-প্রধান অতিথি হিসেবে কাতার এয়ারওয়েজের সিনিয়র সেলস অপারেশনস মিস্টার সাকিদ নাদির।


 
  

 


 

মেট্রোরেল বন্ধে ভোগান্তিতে যাত্রীরা
Let's Learn Aviation Academy’র   ঢাকা ইনস্টিটিউটের উদ্বোধন
বন্ধ থাকা  মেট্রোরেলের  স্টেশন দ্রুতই চালু হচ্ছে