ঢাকা বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪
বাংলাদেশ-ভারত সিরিজ যেভাবে দেখবেন
  • ক্রীড়া ডেস্ক
  • ২০২৪-০৯-১৮ ০৯:৩৪:১৫

সদ্য সমাপ্ত পাকিস্তান সফরে ২-০ তে সিরিজ জিতেছে বাংলাদেশ। পাকিস্তানকে লাল বলের ক্রিকেটে প্রথমবার হারানোর সঙ্গে হোয়াইটওয়াশ করারও স্বাদ পেয়েছে টাইগাররা। সফল পাকিস্তান মিশন শেষে টাইগারদের সামনে এখন ভারত চ্যালেঞ্জ।

লাল বলের ক্রিকেট দিয়ে ভারত সফর শুরু করছে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি মাঠে গড়াবে আগামীকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) থেকে। চেন্নাইয়ের এম এ চিদাম্বারাম স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০ টায়।

এই সিরিজটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। টিভির পাশাপাশি অনলাইনেও দেখা যাবে বাংলাদেশ-ভারতের খেলা। র‍্যাবিটহোল বিডি ডট কম আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে জানিয়েছে, অনলাইনে তারা সিরিজটি সম্প্রচার করবে।

সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর থেকে। এই ম্যাচটি হবে কানপুরে। এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

 দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। আগামী ৬ অক্টোবর প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে গোয়ালিয়রে। পরের দুই ম্যাচ যথাক্রমে ৯ ও ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে দিল্লি ও হায়দরাবাদে।

লড়াই চলছে মিরাজ-হাসানের
বাংলাদেশ-ভারত সিরিজ যেভাবে দেখবেন
লক্ষ্য একটাই থাকে আমরা প্রতিটি ম্যাচ জিততে চাই: শান্ত