ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
এএফসি হেলথের আইপিও অনুমোদন
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২০-০৯-১৭ ০৮:৫১:৫৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়ে অর্থ উত্তোলনের জন্য এএফসি হেলথের আইপিও অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।  বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার বিএসইসির ৭৪০তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।

কোম্পানিটি অভিহিত মূল্যে শেয়ার ইস্যুর মাধ্যমে ১৭ কোটি টাকা সংগ্রহ করবে।  যা দিয়ে মেশিনারিজ ও ইক্যুপমেন্ট ক্রয় এবং আইপিও খরচ পরিচালনা করা হবে।

এএফসি হেলথের ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৪৭ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) রয়েছে ১৩.১৩ টাকা।

উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে সিএপিএম এডভাইজরি ও ইমপেরিয়াল ক্যাপিটাল।

 

শেয়ারবাজারে দরপতনের কারণ অনুসন্ধানে নেমেছে তদন্ত কমিটি
এএফসি হেলথের আইপিও অনুমোদন
ওয়ালটনের আইপিও আবেদনকে ঘিরে ব্যাপক সাড়া
সর্বশেষ সংবাদ