ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
‘জাতীয় সাংবাদিক সংস্থা’র প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আলতাফ হোসেন স্মরণে ঝালকাঠিতে স্মরণসভা ও দোয়া মিলাদ
  • মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি
  • ২০২৪-১১-২৫ ০৬:১৭:৪৫

‘জাতীয় সাংবাদিক সংস্থা’র প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আলতাফ হোসেনের রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠিতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর)  রাতে জাতীয় সাংবাদিক সংস্থার ঝালকাঠি জেলা শাখা কার্যালয়ে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মো: মমিনুর রশিদ শাইন। প্রধানবক্তা ছিলেন কেন্দ্রীয় মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম। 

সংগঠনের জেলা সভাপতি এমদাদুল হক স্বপনের সভাপতিতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ সভাপতি মো: খাইরুল ইসলাম, মো: জামাল হোসেন, যুগ্ম মহাসচিব মো: আ: মজিদ, কাজি মাহমুদুল হাসান, সহকারি মহাসচিব আতিকুর রহমান আজাদ, মো: হাসান সরদার জুয়েল, সংগঠনিক সচিব মোঃ রাসেল সরকার, ঝালকাঠি প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো: আক্কাস সিকদার, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল এবং প্রেসক্লাবের সহ-সভাপতি মো: আল আমিন তালুকদার সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সংগঠনের জেলা সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু’র সঞ্চালনায় স্মরণ সভায় বক্তারা বলেন, মরহুম আলতাফ হোসেনের নেতৃত্বে ১৯৮২ সালে সাংবাদিকদের অধিকার নিশ্চিত করতে জাতীয় সাংবাদিক সংস্থা প্রতিষ্ঠতা করেন। তিনি একজন ক্ষনজন্মা পুরুষ ছিলেন। তিনি ছিলেন সাংবাদিক জগতের উজ্জ্বল নক্ষত্র। সাংবাদিকদের ২১ দফা দাবি আদায়ে কাজ করে যাচ্ছে সংস্থাটি। 

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী