ঢাকা সোমবার, মে ৬, ২০২৪
কয়লা বিদ্যুৎকেন্দ্রে সাশ্রয় হবে ২৫৬৫০ কোটি টাকা
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২০-০৯-১৪ ০৮:৩১:০৫

'কয়লা বিদ্যুৎকেন্দ্রে বিনিয়োগ বন্ধে সাশ্রয় হবে ২৫ হাজার ৬৫০ কোটি টাকা'
কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ বন্ধ করলে চলতি অর্থবছরে সরকারের ২৫ হাজার কোটি টাকা সাশ্রয় হবে।

দেশের অর্থ সাশ্রয় হওয়ার পাশাপাশি দূষণ থেকে বাঁচবে পরিবেশ। উৎপাদন সক্ষমতা বেশি থাকায়, বিদ্যুৎ ঘাটতিতেও পড়বে না দেশ। এমন সব হিসাব তুলে ধরে, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে সরে আসার সুপারিশ করেছে সিপিডি। সোমবার সকালে আয়োজিত ভার্চুয়াল আলোচনায় এমন মত দেয় গবেষণা প্রতিষ্ঠানটি।

মূল প্রবন্ধে বলা হয়, সরকার ২০৫০ সাল নাগাদ নবায়ণযোগ্য জ্বালানি থেকে শতভাগ বিদ্যুৎ উৎপাদন করতে চায়। কিন্তু মহাপরিকল্পনায় তার কোনও প্রতিফলন নেই। বরং কয়লা এবং এলএনজিতে বাড়তি নির্ভরতা তৈরি হচ্ছে। কয়লা বিদ্যুৎ কেন্দ্রগুলোকে রুপান্তরের বর্তমান পরিকল্পনা অনুযায়ী, কয়লা এলএনজি থেকে ৭০ শতাংশ বিদ্যুৎ উৎপদান হবে।

সিপিডি বলছে, একক জ্বালানির ওপর এই নির্ভরতা ঝুঁকিপূর্ণ। বরং কয়লার মতোই এলএনজিও পরিবেশ দূষণ করবে। তাই নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে মনোযোগ দেয়ার পরমার্শ দিয়েছে সিপিডি।

 

বঙ্গবন্ধু জন্মেছিল বলেই জন্মেছে এ দেশ -হুইপ ইকবালুর রহিম এমপি
অপ্রতিরোধ্য বাজার সিন্ডিকেট: মজুতের শাস্তি আটকে আছে বিধিতে
ডাইফ সেবা সপ্তাহ শুরু আজ
সর্বশেষ সংবাদ