ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
দিনাজপুর বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী ১ লাখ ১৩ হাজার ৪২০ জন
  • সুলতান মাহমুদ চৌধুরী
  • ২০২৪-০৬-২৯ ১০:৩০:০০

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৪ এইচএসসি পরীক্ষায় ১ লক্ষ ১৩ হাজার ৪২০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। আজ শনিবার ২৯ জুন দিনাজপুর শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখ করেন।

তিনি বলেন, দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২৪ এর রংপুর বিভাগের আটটি জেলার ৬৬২টি কলেজের পরীক্ষার্থীরা ২০৪ টি পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করছেন।

এদের মধ্যে ছাত্রীর সংখ্যা হচ্ছে ৫৭ হাজার ৭০২ জন এবং ছাত্রের সংখ্যা হচ্ছে ৫৫ হাজার ৭১৮ জন।

এবছর এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ৩১ হাজার ৯৩৫ জন,  মানবিক বিভাগ থেকে ৭২ হাজার ৫৩২ জন এবং  ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৮ হাজার ৯৫৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।

এবছর রংপুর জেলা থেকে  ২৪ হাজার ৯৭১ জন,  গাইবান্ধা জেলা থেকে ১৬ হাজার ৭ জন, নীলফামারী জেলা থেকে ১৩ হাজার ৬৫১ জন, কুড়িগ্রাম জেলা থেকে ১১ হাজার ৯৯৩ জন, লালমনিরহাট জেলা থেকে ৭ হাজার ১৪২ জন, দিনাজপুর জেলা থেকে ২২ হাজার ৪৯৪ জন, ঠাকুরগাঁও জেলা থেকে ১০ হাজার ১৮৯ জন,  এবং পঞ্চগড় জেলা থেকে ৬ হাজার ৯৭৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী আরোও বলেন, ইতিমধ্যেই রংপুর বিভাগের আটটি জেলার সকল জেলা প্রশাসককে এইচএসসি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পূর্ণ করার জন্য সহযোগিতা চেয়ে চিঠি প্রদান করা হয়েছে।

দিনাজপুর বোর্ডে  এইচএসসি পাশের হার ৭৭ দশমিক ৫৬ শতাংশ
এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৭৭.৭৮
এইচএসসির ফল  প্রকাশ ১৫ অক্টোবর