নীলফামারীতে চার শিক্ষার্থীকে ল্যাপটপ প্রদান
- নীলফামারী প্রতিনিধি
-
২০২৪-০৫-১৫ ১০:৩২:৪৯
- Print
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তথ্য প্রযুক্তিগত উন্নয়নে নীলফামারীর চারজন মেধাবী শিক্ষার্থীকে চারটি ল্যাপটপ দেয়া হয়েছে।
জেলা পরিষদের উদ্যোগে মঙ্গলবার বিকেলে জেলা পরিষদ হলরুমে চার শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দেন জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মমতাজুল হক। এ সময় জেলা পরিষদের সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।
ল্যাপটপপ্রাপ্তরা হলেন কালেক্টরেট পাবলিক স্কুল এ্যান্ড কলেজের ন¤্রতা চক্রবর্তি, নীলফামারী সরকারী মহিলা কলেজের আফরোজা আক্তার রানী, ঢাকা বিশ^বিদ্যালয়ের এ কে এম সুমন ও বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের আফসানা নাজনীন।
জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল ইসলাম জানান, ২০২৩-২০২৪ অর্থ বছরের আওতায় তিন লাখ টাকা ব্যয়ে এই চারজনকে একটি করে ল্যাপটপ দেয়া হয়।