কুড়িগ্রামের এসএসসি ও দাখিল পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন
- কুড়িগ্রাম প্রতিনিধি:
-
২০২৪-০৩-১৭ ০৪:২৬:১৬
- Print
কুড়িগ্রামে এসএসসি ও দাখিল পরীক্ষা জেলা ও উপজেলা প্রশাসনের কঠোর নিরাপত্তা এবং কেন্দ্র সচিবসহ দায়িত্বরত সরকারী কর্মকর্তাদের প্রচেষ্ঠায় পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।
কুড়িগ্রাম জেলায় চলতি এসএসসি ও সমমান পরীক্ষায় মোট শিক্ষার্থীর সংখ্যা ২৯হাজার ৯৩৭জনের মধ্যে অংশগ্রহণ করেছে ২৫হাজার ৪২১জন। উপস্থিতির হার ৯৮দশমিক ৭ভাগ। জেলা শিক্ষা অফিসার মো. শামসুল আলম এবং জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানিয়েছেন পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ হয়েছে। কোন ধরণের অভিযোগ পাওয়া যায়নি।
অপরদিকে নাগেশ্বরী ডিএম একাডেমী ও নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্রগুলোতে নিয়ম-আইনশৃংখলা বজায় রেখে পরীক্ষা নেয়া হয়েছে পরীক্ষার্থীদের। সরকারী বিধি মোতাবেক শেষ হয়েছে পরীক্ষা। পরীক্ষা চলাকালীন প্রশ্নফাঁসের গুজব ছড়ানোর জন্য শিক্ষার্থী ও অভিভবকের মাঝে যে হতাশার সৃষ্টি হয়েছিল মূলত পরীক্ষা কেন্দ্রের সু-নাম ক্ষুন্ন করতে একটি স্বার্থনেশী মহল তাদের প্রতিষ্ঠানিক ব্যবসা সফল করার লক্ষে সড়যন্ত্র মূলক গোপনে প্রশ্নফাঁসের অপপ্রচার চালিয়েছে বলে একাধিক পরীক্ষার্থী ও অভিভাবকরা জানিয়েছেন। নিউ প্রতিশ্রুতি বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন করতে একটি মহল দীর্ঘদিন থেকে মিথ্যাচার করে আসছে। এদিকে উপজেলা কেন্দ্রসচিব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও ইউএনও স্পষ্ট জানিয়েছেন পরীক্ষা কেন্দ্রে বাহিরের কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি। বিধি মোতাবেক পরীক্ষা সুষ্ঠভাবে শেষ হয়েছে। প্রশ্নফাঁসের যে গুজব ছড়ানো হয়েছে তা সম্পুর্ন ভিত্তিহীন অসত্য।
পরীক্ষার্থীরা বলেন, পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছেন এবং আশা করছেন ভালো ফলাফলের। প্রশ্নফাঁসের গুজব সম্পুর্ন ভিত্তিহীন।
অভিভাবক হাফিজুর রহমান, হাবিবুর রহমান, এমদাদুল হক বলেন, নিউ প্রতিশ্রুতি বিদ্যালয় একটি সুনামধারী প্রতিষ্ঠান। একটি মহল দীর্ঘদিন থেকে এ স্কুলের সু-নাম ক্ষুন্ন করতে পায়তারা করছেন। একটি স্বার্থনেশী চক্র প্রতিষ্ঠানিক ব্যবসা সফল করার লক্ষে সড়যন্ত্র মূলক গোপনে প্রশ্নফাঁসের অপপ্রচার চালিয়েছে।
নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. মোশারফ হোসেন এবং নাগেশ্বরী ডিএম একাডেমি স্কুলের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. আনিছুর রহমান বলেন, প্রশ্নফাঁসের গুজব ভিত্তিহীন। নিউ প্রতিশ্রুতি বিদ্যালয় ও পরীক্ষা কেন্দ্রের সু-নাম ক্ষুন্ন করতে একটি স্বার্থনেশী মহল তাদের প্রতিষ্ঠানিক ব্যবসা সফল করতে সড়যন্ত্র মূলক প্রশ্নফাঁসের অপপ্রচার চালিয়েছেন।
নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট বলেন, এবারের এসএসসি ও দাখিল পরীক্ষা অনেক সুষ্ঠ ও সুন্দরভাবে শেষ হয়েছে। প্রশ্নফাঁসের কোন ঘটনাই ঘটেনি। ভিত্তিহীন একটি গুজব ছড়ানো হয়েছে।
নাগেশ্বরী উপজেলা নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত) আশিক আহমেদ বলেন, পরীক্ষা কেন্দ্রে বাহিরের কোন ব্যাক্তি কে প্রবেশ করতে দেয়া হয়নি। বিধি মোতাবেক পরীক্ষা সুষ্ঠ পরিবেশে শেষ হয়েছে। প্রশ্নফাঁসের নামে যে গুজব ছড়ানো হয়েছে তা ভিত্তিহীন। প্রশ্নফাঁসের কোন প্রমান পাওয়া যায়নি। গোপনে অপপ্রচার চালানো ব্যাক্তিদের তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, চলতি এসএসসি ও দাখিল, সমমানের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পূর্ন হয়েছে। কোন ধরণের অভিযোগ পাওয়া যায়নি।