ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
মাদ্রাসার অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা নতুন বইয়ের ঘ্রাণ বঞ্চিত
  • শাহাদাত হোসেন শান্ত, চাঁদপুর:
  • ২০২৪-০১-০১ ০৮:৪১:৩৫

চাঁদপুর জেলায় মাধ্যমিক স্তরের উচ্চ বিদ্যালয়ে ৯০ ভাগ বই আসলেও মাদ্রাসাগুলো অষ্টম শ্রেণীর কোন বই আসেনি। যার ফলে জেলার মাধ্যমিক স্তরের ৯৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নতুন বই থেকে বঞ্চিত।

সোমবার (১ জানুয়ারি) সকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নতুন বই বিতরণ উৎসব শুরু হয়। কিন্তু মাদ্রাসার অষ্টম শ্রেণীর শিক্ষাক্ষার্থীরা বই না পেয়ে অনেকেই মান খারাপ করে বাড়ীতে ফিরেছে।

চাঁদপুরের ফরিদগঞ্জ রামদাসের বাগ আলিম মাদ্রাসর অধ্যক্ষ ফরিদগঞ্জ রামদাসের বাগ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, শাহরাস্তি ভোলদীঘী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা দেলেয়ার হোসেন, সদর উপজেলার বাগাদী সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মাহফজুল্লাহ ইউসুফী, শহরের আহমাদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষক আব্দুল হামিদ জানান, মাদ্রাসার অষ্টম শ্রেণী ছাড়া বাকী সকল শ্রেণীর শিক্ষার্থীদের বই এসেছে এবং বিতরণ করা হয়েছে। অষ্টম শ্রেণীর বই কবে পাবেন এমন নির্দিষ্ট তারিখ জানেন না কেউ।

চাঁদপুর জেলা শিক্ষা অফিসার প্রাণ কৃষ্ণ দেবনাথ জানান, মাদ্রাসার সব বই এসেছে। কিন্তু অষ্টম শ্রেণীর বই কোন শিক্ষা প্রতিষ্ঠানে আসেনি এমন তথ্য তিনি জানেন না।

এদিকে মাধ্যমিক স্তরের স্কুল প্রধানদের সাথে কথা বলে জানাগেছে, বিদ্যালয়গুলোতে অষ্টম শ্রেণীর সামাজিক বিজ্ঞান ও বিজ্ঞন। নবম শ্রেনীর সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান, জীবন ও জীবীকা এবং ইসলাম শিক্ষা বই আসেনি কোন শিক্ষা প্রতিষ্ঠানে।

চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এই কারণে বছরের শুরুতে আমরা বই বিতরণ করতে পেরেছি। প্রাথমিক পর্যায়ে ১২ লাখ ৩৬হাজার বই বিতরণ হচ্ছে। আর মাধ্যমিক স্তরে চাহিদা ২২ লাখ ৬৬ হাজার বই। এর মধ্যে ৯০ভাগ বই এসেছে। বাকী বই এক সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে চলে আসবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস ক্লাবের সূচনা
ব্রাহ্মণবাড়িয়ায় গভ:  মডেল গার্লস হাই  স্কুলের নতুন একাডেমীক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
দিনাজপুর বোর্ডে  এইচএসসি পাশের হার ৭৭ দশমিক ৫৬ শতাংশ