চলতি বছরের এইচএসসি পরীক্ষায় দিনাজপুর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উত্তরপত্র চ্যালেঞ্জের ফলাফল প্রকাশ করা হয়েছে ।
আজ মঙ্গলবার ( ২৬ ডিসেম্বর) দপুরে দিনাজপুর শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী পূন:নিরীক্ষনের ফল প্রকাশের সংবাদটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এইচএসসি পরীক্ষার ফলাফলের পরের দিন থেকে চারদিন পর্যন্ত ৫৭ হাজার ৭১৫ জন পরীক্ষার্থী প্রাপ্ত ফলাফল পুনরায় উত্তরপত্রের চ্যালঞ্জ করে আবেদন করে। আবেদন প্রাপ্ত হওয়ার পর শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ মোট ১৫ হাজার ২০৩ জন পরীক্ষার্থীর আবেদন আমলে নেয় ।এদের মধ্য থেকে ৩০৮ জনের মোট পরির্বতন হয়। মোট ফলাফল পরিবর্তন হয়েছে ২৭০ জন পরীক্ষার্থীর। ফেল পাড়া থেকে কেউ জিপিএ ৫ পায়নি । তবে ফেল থেকে পাস করেছে ৩৯ জন । মোট ফেল থেকে পুনরায় ফেল করেছে ১৮ জন। জিপিএ ৫ থেকে জিপিএ-৫ পেয়েছে ১৯ জন। পাস করা থেকে নতুন করে জিপিএ -৫ পেয়েছে ৩২ জন । মোট অন্যান্য ২০০ জন পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী আরো বলেন, ফলাফল প্রকাশের সময় যেভাবে এসএমএস পাঠিয়ে ফিরতি এসএমএস ফল জানা যায় । কিন্তু পুনঃনিরীক্ষনের ক্ষেত্রে তা সম্ভব নয় । এই ক্ষেত্রে প্রার্থী ফল পুনঃনিরীক্ষনের সময় যে নাম্বার দিয়েছিল সেই নাম্বারে বোর্ড থেকে এসএমএস পাঠিয়ে ফল জানিয়ে দেওয়া হয়েছে । শুধু মাত্র যাদের ফলাফল পরির্বতন হয়েছে তারাই শুধু এই এসএমএস পাবে । তাই ফলাফলের জন্য এসএমএস পাঠানোর প্রয়োজন নেই।