ঢাকা মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
লালমোহনে শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনা সম্বলিত বই হস্তান্তর সভা অনুষ্ঠিত
  • মোঃ মোকাম্মেল হক, লালমোহন (ভোল):
  • ২০২৩-১২-১৮ ০৫:২৬:৫২

ভোলার  লালমোহনে শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনা সম্বলিত বই হস্তান্তর সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) দুপুর ১ টায় লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ হস্তান্তর সভা অনুষ্ঠিত হয়।

লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আস সামস্ জগলুল হোসেন অরুণ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প পরিচালক উপ সচিব ড. নুরুল আমিন নাহিদ, আসরাফ নগড় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল ইসলাম।সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( ভূমি)  ইমরান মাহমুদ ডালিম, অত্র স্কুলের  সাবেক সভাপতি এ্যাডভোকেট তোফাজ্জল হোসেন, ডাঃ আজহার উদ্দিন ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ জহিরুল হক, অত্র স্কুলের প্রধান শিক্ষক মাসুমা খানম, সাবেক প্রধান শিক্ষক আঃ হাই,অত্র স্কুল পরিচালনা কমিটির সদস্য মোঃ রহুল আমিন, স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ ইয়াছিন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জসিম জনি সহ স্কুলের শিক্ষক ও ছাত্রীবৃন্দ।

এ সময় বক্তারা বলেন বঙ্গবন্ধুর চেতনা সম্বলিত বই পড়ে আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ায় গৌরব গাথা ইতিহাস সম্পর্কে জানতে পারব,জানতে পারব বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হওয়ায় ইতিহাস। যার মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবিত হয়ে দেশ সেবায় কাজ করতে সকলে অনুপ্রাণীত হবে।

গাজীপুরে বিনামূল্যে নারীদের ল্যাপটপ বিতরণ
বিসিএসআইআর স্কুল এন্ড কলেজের জাতীয় শিশু দিবস উদযাপন
ঝালকাঠি নার্সিং কলেজ  অতিথি শিক্ষকের নামে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা
সর্বশেষ সংবাদ