ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
নীলফামারীতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও শিক্ষা সহায়ক উপকরণ পেলো ৫হাজার ৬৭০ শিক্ষার্থী
  • নীলফামারী প্রতিনিধি
  • ২০২৩-১২-১১ ০১:১৭:২৪

সদর উপজেলার সংগলশী ইউনিয়নের শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে গুড নেইবারস্ বাংলাদেশ নীলফামারী সিডিপি’র উদ্যোগে। 

গতকাল সংগলশী হাজীপাড়া আলিম মাদ্রাসায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান। 
এতে ইউনিয়নের চারটি মাধ্যমিক বিদ্যালয়ের ১ হাজার ৩৮৩ কিশোরীকে স্যানিটারী ন্যাপকিন এবং ১২টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৪ হাজার ২৮৭ জনের মাঝে নোটবুক বিতরণ করা হয়। 

গুড নেইবারস্ বাংলাদেশ নীলফামারী সিডিপি এর সিনিয়র ব্যবস্থাপক সুব্রত টুডুর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগলশী হাজীপাড়া আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মঞ্জুয়ারা আকতার।
 
বক্তব্য দেন সংগলশী হাজীপাড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলতাব হোসেন, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের, গুড নেইবারস্ বাংলাদেশ নীলফামারী সিডিপি এর মেডিক্যাল অফিসার ডা. আবু তাহের সবুজ ও স্বাস্থ্য কর্মকর্তা প্রহলাদ বসাক। 

গুড নেইবারস্ বাংলাদেশ নীলফামারী সিডিপি এর সিনিয়র ব্যবস্থাপক সুব্রত টুডু জানান, এটি বিশেষ উদ্যোগ ছিলো সংস্থার। প্রয়োজনীয়তা অনুভব করে এসব উপকরণ বিতরণ করা হয়। 

গাজীপুরে বিনামূল্যে নারীদের ল্যাপটপ বিতরণ
বিসিএসআইআর স্কুল এন্ড কলেজের জাতীয় শিশু দিবস উদযাপন
ঝালকাঠি নার্সিং কলেজ  অতিথি শিক্ষকের নামে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা
সর্বশেষ সংবাদ