ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
ঠাকুরগাঁওয়ে প্রদর্শিত হতে যাচ্ছে ১৯৭১ সেই সব দিন
  • ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • ২০২৩-১১-২৯ ২৩:১০:৩৮

অভিনেতা লিটু আনামের নিজ জেলা  ঠাকুরগাঁওয়ে  প্রদর্শিত হতে যাচ্ছে অভিনেত্রী-নির্মাতা হৃদি হকের মুক্তিযুদ্ধের সিনেমা '১৯৭১ সেই সব দিন'।যার বেশিরভাগ দৃশ্যই ধারণ  করা হয়েছে ঠাকুরগাঁওয়ে।

আগামী ৩ ডিসেম্বর ঠাকুরগাঁও পাক হানাদার মুক্ত দিবস। এ উপলক্ষে আগামী ১, ২ ও ৩ ডিসেম্বর ইএসডিও'র  পৃষ্ঠপোষকতায় জেলা শিল্পকলা একাডেমীর সহযোগিতায়  এই চলচ্চিত্রটি প্রদর্শনী হবে। যাতে তিন দিনব্যাপী পাঁচটি শো প্রদর্শিত হবে। 

এরই অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় ইএসডিও'র প্রধান কার্যালয়ের সেমিনার হলে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। ইএসডিওর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান এর  সভাপতিত্বে বক্তব্য রাখেন ১৯৭১ সেই সব দিন চলচ্চিত্রের পরিচালক  হৃদি হক। আরো বক্তব্য রাখেন অভিনেতা লিটু আনাম, অভিনেত্রী মৌসুমী হামিদ, ইএসডিও'র পরিচালক প্রশাসন ও ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ  ড. সেলিমা আখতার, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ। 

 হৃদি হক বলেন,ঢাকা,  অস্ট্রেলিয়া এবং ইউএসএতে একের পর এক হাউস ফুলের পর আমাদের টোটাল টিমের মনে একটা আকাঙ্ক্ষা রয়ে যাচ্ছিল আমরা জেলা শহরগুলোতে  কবে যাব কিভাবে যাব। এই ছবিটা তো আসলে সবার। তাই  দেশে ফেরার সাথে সাথে আমরা ভাবি আমাদের সামনে অসাধারণ একটি মাস ডিসেম্বর অপেক্ষা করছে। ডিসেম্বরেই আমরা শুরু করতে চাই আমাদের এই যাত্রা। 

গত অগাস্টে মুক্তি পায় ‘১৯৭১ সেই সব দিন’। ১৯৭১ সালে একটি পরিবার এবং সেই সময়ের কিছু ঘটনা নিয়েই এ সিনেমার গল্প। লাকী ইনামের প্রযোজনায় নির্মিত হয়েছে সরকারি অনুদানের এ সিনেমা।

অভিনয় করছেন মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, শিল্পী সরকার অপু, ফেরদৌস, তারিন, লিটু আনাম, সজল, সাজু খাদেম, সানজিদা প্রীতি। পরিচালনার পাশাপাশি হৃদি হক নিজেও অভিনয় করছেন।

দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ