ঢাকা মঙ্গলবার, মে ৭, ২০২৪
আসাদুজ্জামান খান কামাল পাঠাগার ও মধুবাগ খেলার মাঠ উদ্বোধন
  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৩-১০-২৫ ০৭:৫১:৪৩
মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে রাজধানীর মগবাজারের মধুবাগে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল পাঠাগার ও মধুবাগ খেলার মাঠ উদ্বোধন করা হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইঞ্জিনিয়ার তৈমুর রেজা খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী সেলিম রেজা, উত্তর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিনুল ইসলাম, নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব প্রমুখ। অনুষ্ঠানে এলাকার বিপুল সংখ্যক মানুষ সভাস্থলে আসেন। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকায় উৎসবের আমেজ পরিগণিত হয়। নানা চড়াই-উৎরাই পেরিয়ে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে দীর্ঘ সময় শেষে মধুবাগ মাঠ অবৈধ দখলদারমুক্ত হয়ে সাধারণের জন্য উন্মুক্ত হলো। এলকাবাসী এজন্য খুবই আনন্দিত বলে জানান, ওয়ার্ডের কাউন্সিলর ইঞ্জিনিয়ার তৈমুর রেজা খোকন। তিনি এজন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের ঐকান্তিক প্রচেষ্টার কথাও উল্লেখ করেন।
ডায়াবেটিক সমিতি ও আইএফআইসি ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক
সফলভাবে অনুষ্ঠিত হলো বাক্কো মেম্বারস মিট ২০২৪
বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ও এক্সপার্টো লিমিটেডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত
সর্বশেষ সংবাদ