দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ইউনিয়ন পরিষদের উন্নয়ন তহবিলের আওতায় মন্মথপুর ইউনিয়নের গরীব ও মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদ চত্ত্বরে গরিব ও মেধাবী ছাত্রী ৩২ জনের মাঝে এসব সাইকেল বিতরণ করা হয়।
সাইকেল বিতরণ অনুষ্ঠানে অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ আলী শাহ'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ এর সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন সমাজ, বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তারুল আলম ও অত্র ইউনিয়ন পরিষদের নির্বাচিত মেম্বার এবং মহিলা মেম্বারগণ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
শিক্ষার্থীরা জানান, আমরা খুব কষ্টে স্কুলে যাতায়াত করি। এই সাইকেল পেয়ে আমরা অনেক খুশি হয়েছি। আমরা দরিদ্র পরিবারের সন্তান। আমাদের পক্ষে সাইকেল কিনা সম্ভব না। এই সাইকেল পেয়ে বিদ্যালয়ে যাওয়া এবং লেখাপড়াতে আমাদের আগ্রহ আরও বেড়ে গেল। প্রধান অতিথি হাফিজুল ইসলাম প্রমানিক বলেন, 'অনেক শিক্ষার্থী দূর-দুরান্ত থেকে পায়ে হেটে স্কুলে যায়। আমরা চাই, প্রত্যেক শিক্ষার্থী যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখে।' ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওয়াদুদ আলী শাহ বলেন, 'আজকের শিক্ষার্থীরাই সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ পরিচালনায় এগিয়ে যাবে। এই প্রকল্পের আওতায় ইউনিয়নের বিভিন্ন স্কুলে আমরা ধারাবাহিকভাবে এই কার্যক্রম চালিয়ে যাবো।'