ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরুষ্কার বিতরণী অনুষ্ঠিত
  • নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
  • ২০২৩-১০-১৪ ১০:১৭:৫৮

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 শনিবার সকাল ১১টায় (১৪ অক্টোবর) বিদ্যালয়ের প্রাঙ্গণে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ শেষে জাতীয় সংগীত, দেশাত্মবোধক গান, ডিসপ্লে এবং কবিতা আবৃতি দিয়ে পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবাদুল করিম বুলবুল এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনিরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী রহমান, সদস্য ও প্যানেল জেলা পরিষদ চেয়ারম্যান মো. নাছির উদ্দিন।

এতে আরো উপস্থিত ছিলেন  নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহবুব আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা এড. সুজিত কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম নজু, প্রণয় কুমার ভদ্র, সহকারি প্রধান শিক্ষক কাজী ওয়াজেদুল্লাহ, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন আশরাফী, নবীনগর সরকারি কলেজের সাবেক জিএস সাইফুল ইসলাম সোহেল, নবীনগর উপজেলা ছাত্র লীগের সাবেক আহবায়ক আবু সায়েদ সহ অন্যান্যরা। 

স্বাগত বক্তব্য রাখেন নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. আবু মোছা, উপস্থিত অতিথিদের শিক্ষা ও উপদেশমূলক বক্তব্য শেষে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী, সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে দুপুর ১ টায় পুরুষ্কার বিতরণ করা হয়েছে। পুরস্কার বিতরণ শেষে সভাপতি উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মইনুল হোসেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস ক্লাবের সূচনা
ব্রাহ্মণবাড়িয়ায় গভ:  মডেল গার্লস হাই  স্কুলের নতুন একাডেমীক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
দিনাজপুর বোর্ডে  এইচএসসি পাশের হার ৭৭ দশমিক ৫৬ শতাংশ