ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
শুধু ডাক্তার হলে হবে না ভালো মানুষ হতে হবে; দিনাজপুরে ডাঃ প্রাণ গোপাল দত্ত এমপি
  • সুলতান মাহমুদ, দিনাজপুর
  • ২০২৩-০৭-২৪ ০৪:৪৬:১৯

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্ত এমপি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে, আমরা ¯^াধীন বাংলাদেশ পেতাম না। আমরা চিকিৎসক হতে পারতাম না। ডিসি-এসপি, মন্ত্রী, এমপি হতে পারতাম না। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই ¯^াস্থ্যসেবাকে দ্রুত গতিতে এগিয়ে নিয়েছেন। ¯^াস্থ্যসেবা প্রতিটি মানুষের দৌড়গড়ায় পৌছে দিয়েছেন। 

রবিবার (২৩ জুলাই) দিনাজপুর  এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ৩২ তম ব্যাচ এর ছাত্র-ছাত্রীদের এমবিবিএস কোর্স এর ওরিয়েন্টেশন ও পরিচিতিমুলক ক্লাশ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক উপাচার্য অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্ত এসব কথা বলেন। 

তিনি আরোও বলেন, শুধু ডাক্তার হলে হবে না, ভালো মানুষ হতে হবে। রোগীদের মানবতার সেবা করতে হবে। একজন ডাক্তারকে জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত পড়াশোনা করতে হবে। এই মনমানষিকতা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। মনুষত্যের বিকাশ না ঘটলে আপনি কখনো একজন ভাল ডাক্তার হতে পারবেন না। মানুষকে শ্রদ্ধা দিলে শ্রদ্ধা পাওয়া যাবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দেশ নিরাপদে আছেন। দেশ এগিয়ে যাচ্ছে। আর কখনো পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। শেখ হাসিনা মানেই উন্নয়ন। আজকে পদ্মা সেতু, মেট্রোরেলসহ সারা বাংলাদেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। চিকিৎসকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে ব্যাপক ভুমিকা রেখেছেন। বিশেষ করে মহামারি করোনাতে যেখানে মানুষ নিজের জীবনকে বাচাতে ছোটাছুটি করেছে ঠিক সেই মুহুর্তে চিকিৎসকরা করোনা রোগীর সেবা করেছেন। জীবন বাচানোর চেষ্টা করেছেন। চিকিৎসক ও ¯^াস্থ্যসেবা কর্মীরা মানবসেবায় ¯^রণীয় হয়ে থাকবে এদেশের মানুষের কাছে।

এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ নুরউল্লাহ-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন  বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আনিচুর রহমান, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ আলহাজ্ব ডাঃ সৈয়দ নাদির হোসেন, দিনাজপুর বিএমএর সভাপতি ডাঃ ওয়ারেস আলী সরকার, সাধারন সম্পাদক ডাঃ বিকে বোস, দিনাজপুর ¯^াচিবের সভাপতি ডাঃ শহিদুল ইসলাম খান,, সাধারন সম্পাদক ডাঃ আহাদ আলী, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান, ইন্টার্ন কো-অর্ডিনেটর সহযোগি অধ্যাপক ডাঃ নুরুজ্জামান প্রমুখ। সঞ্চালনে ছিলেন ডাঃ নুরুল ইসলাম ও ডাঃ আনিকা ফারহা।

ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস ক্লাবের সূচনা
ব্রাহ্মণবাড়িয়ায় গভ:  মডেল গার্লস হাই  স্কুলের নতুন একাডেমীক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
দিনাজপুর বোর্ডে  এইচএসসি পাশের হার ৭৭ দশমিক ৫৬ শতাংশ