দিনাজপুর ফুলবাড়ীতে মাধ্যমিক শি¶া জাতীয়করণের দাবিতে বাংলাদেশ শি¶ক সমিতি উপজেলা শাখার উদ্যোগে ৩৭ টি বিদ্যালয়ে একযোগে তালা ঝুলিয়ে কর্মসুচি পালন করেছে ।
রোববার (১৬ জুলাই) ৩৭ টি বিদ্যালয়ে একযোগে তালা ঝুলিয়ে স্ব স্ব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসলেও শিক্ষকদের এক দফার আন্দোলনের জন্য বিদ্যালয়ে তালা ঝোলানোর কারণে ক্লাস করতে না পেরে বাড়ি ফিরতে বাধ্য হয়েছে।
সরে জমিনে উপজেলার গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ে সকাল সাড়ে ১১ টায় গিয়ে দেখা যায়, সকল শ্রেণিকক্ষে তালা ঝুলছে। বিদ্যালয়ে কোন শিক্ষার্থী নেই। শিক্ষার্থীরা সকাল ১০টায় বিদ্যালয়ে আসলেও শিক্ষকদের একদফার আন্দোলনের জন্য শ্রেণিকক্ষে তালা ঝোলানো কারণে ক্লাস করতে না পারায় বাধ্য হয়ে বাড়ি ফিরতে হয়েছে তাদেরকে।
ফুলবাড়ীর ঐতিহ্যবাহী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোজাম্মেল হক বলেন, বাংলাদেশ শিক্ষক সমিতির ঘোষিত আন্দোলনের অংশ হিসেবে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসলেও আন্দোলনের জন্য তাদের ক্লাস নেওয়া সম্ভব হয়নি। শিক্ষকদের দাবির বিষয়ে শিক্ষার্থীদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ফলে তারা বাড়ি ফিরে গেছে।
বাংলাদেশ শিক্ষক সমিতি ফুলবাড়ী শাখার আহবায়ক খন্দকার আবুল হাসান বলেন, সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী উপজেলার ৩৭টি মাধ্যমিক বিদ্যালয়ে রোববার (১৬ জুলাই) সকাল থেকে তালা ঝুলিয়ে আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছে উপজেলা কমিটি। এতে শিক্ষার্থীদের পাঠদান কিছুটা বেঘাত ঘটলেও পরবর্তীতে শিক্ষকরা সেটি পুষিতে দেবেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নূর আলম বলেন, শিক্ষকদের আন্দোলনের বিষয়টি শিক্ষকদের মাধ্যমে জানতে পেরেছি। পুরোপুরি জানা নেই। তবে কয়েকজন প্রধান শিক্ষক জানিয়েছেন আন্দোলনে থাকলেও তারা গোপনে ক্লাস নিয়েছেন। তবে শিক্ষক সমিতি আন্দোলনের বিষয়ে কোনো কিছু জানায় নি।