ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
সাংবাদিক নাদিম হত্যাকারীদের শাস্তি দাবি করেছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন
  • দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ
  • ২০২৩-০৬-১৫ ১৪:০৩:০৩
জামালপুরে দুর্বৃত্তদের হামলায় বাংলানিউজ টোয়েন্টিফোর.কম এর জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিম নসিহত নিহতের ঘটনার রাজশাহী সাংবাদিক ইউনিয় (আরইউজে)র পক্ষ থেকে Start প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে। ১৫ জুন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক তানজিমুল হক স্বাক্ষরিত এক বিবৃতিতে বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম নসিহত নিহতের ঘটনার প্রতিবাদে আগামী শনিবার বেলা ১২ টায় রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন। উক্ত মানববন্ধনে আরইউজের সকল সদস্যসহ রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের উক্ত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সেই রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক তানজিমুল হক।
দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ