ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
জেলা পর্যায়ে সেরা খগা-খড়িবাড়ি টেকনিক্যাল
  • নীলফামারী প্রতিনিধি
  • ২০২৩-০৫-২৩ ০৭:৫১:৩০
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ জেলা পর্যায়ে (কারিগরি) শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে ডিমলা উপজেলার খগা-খড়িবাড়ী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট। প্রতিষ্ঠানটিতে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ৫৬০ জন। শিক্ষার্থীদের গড় উপস্থিতি ৮০ শতাংশ। অনুপস্থিত শিক্ষার্থীদের অভিভাবকের কাছে এসএমএস পাঠানো ছাড়াও শিক্ষার্থীদের মান যাচাইয়ে রয়েছে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা। প্রতিষ্ঠানটির ফলাফল অত্যন্ত সন্তোষজনক। এ বছর ১৬৮ জন শিক্ষার্থীর মধ্যে ২৫ জন জিপিএ ৫ সহ ৯৮% ভাগ পাশ করেছে। ২০০২ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি লেখাপড়া ও ফলাফলের ক্ষেত্রে সুনাম ধরে রেখেছে। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাহফুজা বেগম অবলেন, একঝাঁক দক্ষ শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীদের যৌথ প্রচেষ্টার ফলে প্রতিষ্ঠানটি সুনামের সঙ্গে সামনের দিকে এগিয়ে চলছে। আরও এগিয়ে নিতে আমার চেষ্টা ও সহযোগিতা অব্যাহত থাকবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হালিম খান বলেন, একটি ভালো প্রতিষ্ঠানের যত গুণ থাকা দরকার তার সবক'টি এই প্রতিষ্ঠানটির রয়েছে। ফলাফল অত্যন্ত সন্তোষজনক। ধারাবাহিকতা অব্যাহত থাকলে প্রতিষ্ঠানটি সামনের দিকে আরও অনেকদূর এগিয়ে যাবে।
দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ