ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে দুর্গাপুর পৌর আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মা
  • মোবারক হোসেন শিশির, দুর্গাপুর, রাজশাহী
  • ২০২৩-০৫-১৭ ১১:৪৪:২৩
সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষ্যে দুর্গাপুর পৌর আওয়ামীলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৭মে বুধবার বিকেলে দুর্গাপুর পৌরসভা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে পৌরসভা আওয়ামী লীগের আয়োজনে পৌর আওয়ামী লীগের সভাপতি আজাহার আলী'র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাজশাহী জেলা পরিষদের সাবেক সদস্য বীর বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ। দুর্গাপুর পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মো. শরিফুজ্জামান শরিফ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক আবু ওবায়দা মাসুম, দেলুয়াবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ গফুর, সাধারন সম্পাদক নাজমুস শাহাদাত নজুম, পৌর আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মজনু , ঝালুকা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা মো. সাইদুর রহমান, উপজেলা কৃষকলীগের সভাপতি রোকনুজ্জামান রোকন, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি গোলাম মোস্তফা শাওন, পৌরসভা ৩নং ওয়ার্ড সাধারন সম্পাদক হায়দার আলী, ৫নং ওয়ার্ডের সভাপতি সাইদ হোসেন, পৌরসভা ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দুর্গাপুর পৌর কাউন্সিলর আনসার আলী সরদার, পৌরসভা ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রুস্তম আলী, সাধারন সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা রেজাউল করিম, সিরাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা আরিফুল ইসলাম আরিফ, পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শিমুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ নেতা সোহানুর রহমান সোহান, পারভেজ হাসান, সহ আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দুর্গাপুর পৌরসভা আওয়ামী লীগের আয়োজনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করে বাঙালি জাতির অস্তিত্বকে বিপন্ন করতে নানামুখী ষড়যন্ত্র শুরু করে ঘাতকগোষ্ঠী। বাঙালি জাতির জীবনে জগদ্দল পাথরের মতো চেপে বসে ঘোর অমানিশার অন্ধকার। ঠিক এমনি ক্রান্তিলগ্নে ১৯৮১ সালের ১৪, ১৫, ও ১৬ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে সংগঠনের সভাপতি নির্বাচিত করা হয়। দেশমাতৃকার মুক্তির সংগ্রামে নেতৃত্ব দেয়ার পবিত্র দায়িত্ব অর্পণ করা হয় জাতির জনকের কন্যার হাতে। বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বকে ভয় পায় ঘাতকগোষ্ঠী। খুনি সামরিক জান্তা জিয়াউর রহমান বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে স্বদেশে প্রত্যাবর্তন করতে না দেয়ার জন্য সব ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সামরিক শাসকের রক্তচক্ষু ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে ১৯৮১ সালের ১৭ মে প্রিয় স্বদেশভূমিতে প্রত্যাবর্তন করেন জননেত্রী শেখ হাসিনা। দীর্ঘ ৬ বছর নির্বাসন শেষে বঙ্গবন্ধুর বাংলাদেশে ফিরে আসেন শেখ হাসিনা। দেশে ফিরে বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার, বঙ্গবন্ধুহত্যা ও জাতীয় চার নেতা হত্যার বিচার, স্বৈরতন্ত্রের চির অবসান ঘটিয়ে জনগণের হারানো গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা, সার্বভৌম সংসদীয় পদ্ধতির শাসন ও সরকার প্রতিষ্ঠার শপথ নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।
দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ