ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
কাশিয়ানীতে রাতইল ইউনিয়নের চরভাটপাড়ায় টাকা চাওয়া এবং জমিজমা সংক্রান্তের জের ধরে কুপিয়ে আহত
  • মোঃ লিটন শিকদার, কাশিয়ানী (গোপালগঞ্জ)
  • ২০২৩-০৪-২৬ ০৮:৪৩:২৩
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের চরভাটপাড়ায় গতকাল সকাল আনুমানিক ৭.৩০ মিনিটের সময় টাকা চাওয়া এবং জমিজমা সংক্রান্তের জের ধরে মোঃ সিরাজ শেখ কুপিয়ে গুরুতর আহত করে, মোঃ মফিজুর রহমান শেখ কে। জানা যায়, জিন্নাহ বেগম জামিনদার হয়ে ৫০ হাজার টাকা মোঃ সিরাজ শেখ কে এনে দিয়েছিল তারই ধারাবাহিকতায় জিন্নার ছেলে মোঃ সজলকে বিভিন্ন সময়ে টাকা দেওয়ার বিষয় চাপ দেন টাকা পাওনাদার ওয়ালা পরবর্তীতে সজল ২৬. ৪. ২০২৩ ইং সকাল ৭:৩০ মিনিটের সময় মোঃ সিরাজ শেখ এর কাছে টাকা চাইতে গেলে তাকে রামদা দেখিয়ে একত্র ভাষায় গালিগালাজ করেন সজল তখন ওইখান থেকে এক পায়ে দুই পায়ে চলে আসেন ওই সময় সিরাজ তিনি চিল্লায় চিল্লায় বললেন, তোদের জমির ভিতরে আমি ৪ শতাংশ জমি পাব, তোরা জমি বুঝিয়ে দিস না আবার টাকা টাকা করিস, তোদের দেখিয়ে ছাড়বো এই সমস্ত অকত্র ভাষা শুনে মোঃ মফিজুর রহমান শেখ, মোঃ সিরাজ শেখের বাড়ির কাছে গেলে তাকে কুপিয়ে গুরুতর আহত করেন, পরবর্তীতে তার স্ত্রী রুমা বেগম সাত মাসের গর্ভবতী অবস্থায় তার স্বামীকে কুপিয়ে গুরুতর আহত করেন শুনে তার স্বামীকে দেখতে গেলে তিনাকে বেদম মারধর করে আহত করেন পরে মফিজের ছোট ভাই সজল, সিরাজ শেখকে মারধর করে আহত করেন। পরে সাংবাদিকের এক সাক্ষাৎকারের সময় চড়পভাটপাড়ার মনি মাতুব্বরের কাছে জানতে চাইলে তিনি বলেন সিরাজ এবং মফিজ এর ভিতরে জমিজমা সংক্রান্তের বিষয়গুলো ঈদুল ফিতরের চারদিন পরে আমরা উভয়পক্ষকে নিয়ে বসে নিরসন করার কথা বলে সময় দিয়েছিলাম কিন্তু আমাদের কথা অনুযায়ী তারা উভয়পক্ষ কথা না রেখে সিরাজ এবং মফিজ তারা গ্যাঞ্জাম গোলযোগে জড়িয়ে পড়েছেন।
দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ