ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
অবৈধ বালু মহালের বালু পরিবহন করতে গিয়ে খাঁদে পড়ে ট্রাক্টর ড্রাইভারের মৃত্যু
  • মামুনুর রশিদ, পার্বতীপুর (দিনাজপুর)
  • ২০২৩-০৩-৩১ ০৮:৫৪:০৯
পার্বতীপুরের প্রত্যন্ত গ্রামে গভীর রাতে চলাচলের সময় একটি বগিযুক্ত ট্রাক্টর নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়লে ঘটনাস্থলেই সাকিল হোসেন (২১) নামের এক ট্রাক্টর ড্রাইভারের অকাল মৃত্যু হয়। দূর্ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার হাবড়া ইউনিয়নের রামরাইপুর চৌধুরী পাড়া গ্রামের পাকা সড়কে। নিহত ট্রাক্টর ড্রাইভার দিনাজপুরের বিরল উপজেলার চক কান্চনপুর নতুন পাড়া গ্রামের জয়নাল আলীর পুত্র বলে জানা গেছে। প্রত্যক্ষদর্র্শীরা জানায়, ট্রাক্টর ড্রাইভার সাকিল যানবাহন নিয়ে হাবড়া ইউনিয়নের ভবানীপুর থেকে ফুলের ঘাট এলাকায় যাওয়ার পথে বিপরিত দিক থেকে আসা একটি বালু ভর্তি ট্রাক্টরকে সাইড দিতে গিয়েই নিয়ন্ত্রন হারিয়ে ট্রাক্টরসহ গভীর খাদের পানিতে পড়ে যায়। দরজা খুলতে না পেরে পানির নিচেই শাকিলের অকাল মৃত্যু হয়। পুলিশ রাত ২.৩০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় শাকিলের লাশ উদ্ধার করে ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে আসেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, ট্রাক্টরটির মালিক পার্বতীপুর উপজেলার চৌহাটি গ্রামের জনৈক কামরুজ্জামান। সম্প্রতি তিনি শাকিলকে ড্রাইভার হিসেবে তার ট্রাক্টর চালানোর কাজে লাগান। ড্রাইভার শাকিল মালিকের নির্দেশে ফুলের ঘাট এলাকার একটি অবৈধ বালু মহাল থেকে নিয়মিত বালু পরিবহন করতো। জানা গেছে, গত কয়েক মাস যাবত প্রশাসনকে ফাঁকি দিয়ে শতাধিক ট্রাক্টর ভাড়া করে ইউনিয়নের একটি প্রভাবশালী মহল রাতব্যাপী বিভিন্ন গ্রাহকের নিকট বালু সরবরাহ করে আসছে। ট্রাক্টরসমুহের বেপরোয়া দৌরাত্বে পথচারীসহ গ্রামবাসীরা সর্বক্ষন থাকেন হতাহতের আশঙ্কায়। পাঁকা ও কাঁচা সড়ক ফেটে এবং দেবে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। ভূক্তভোগী গ্রামবাসীদের অভিযোগ, ট্রাক্টর দৌরাত্বের কারনে সড়ক সমুহের এমন অবস্থা হয়েছে আসন্ন বর্ষা মৌসুমে সড়কগুলি সম্পূর্নরুপে চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। বিষয়টি নিয়ে আজ শুক্রবার বিকেল ৫.০১ মিনিটে পার্বতীপুর মডেল থানার অফিসার ইন্চার্জ আবুল হাসনাত খান এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি ট্রাক্টর দূর্ঘটনায় নিহত শাকিলের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন। তিনি বলেন, ট্রাক্টর দিয়ে জমিতে হাল চাষ করানো হয়। সড়কে বালু পরিবহনের জন্য ট্রাক্টর নয়। লাশের ময়না তদন্ত সম্পন্ন করতে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ (দিমেক হাসপাতাল) হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে শাকিলের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ