ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
স্বাধীনতা ও জাতীয় দিবসে কোস্ট গার্ডের পাবনা জাহাজটি পরিদর্শনের জন্য উন্মুক্ত
  • এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু
  • ২০২৩-০৩-২৬ ০৬:৩৬:০৩
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে পটুয়াখালীতে কোস্ট গার্ডের পাবনা জাহাজটি সাধারণ মানুষের পরিদর্শনের জন্য উন্মুক্ত করা হয়েছে। রবিবার (২৬ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত পাবনা জাহাজটি সাধারণ মানুষের পরিদর্শনের জন্য উন্মুক্ত করেছে কতৃপক্ষ। পাবনা জাহাজটি এক নজর দেখতে ভির করছে শত শত মানুষ। কেস্টগার্ডে রয়েছে ছোট বড় বিভিন্ন যুূ্দ্ধ জাহাজ, যার অন্যতম একটি জাহাজ হচ্ছে বিসিজিএস পাবনা। মূলত উপকূলীয় জলসীমায় এসকল জাহাজ মাদকের বিরুদ্ধে অভিযান, অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান প্রতিরোধ, মৎস্য সম্পদ সংরক্ষণ অভিযান, সুন্দরবন রক্ষায় বিভিন্ন অভিযান পরিচালনা করে থাকে। বিসিজিএস পাবনা ডকইয়ার্ড ইন্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড বাংলাদেশ স্টীল এ্যন্ড ইন্জিনিয়ারিং কর্পোরেশন, নারায়ণগঞ্জে তৈরী করা হয়। ১২ জুন ১৯৭২ সালে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন প্রাপ্ত জাহাজটি পরবর্তীতে বাংলাদেশ কোস্টগার্ড এর বহরে ১৯ ডিসেম্বর ১৯৯৫ সালে সংযোজিত হয়। যুদ্ধের জন্য জাহাজটিতে বিভিন্ন ধরনের গান ও অস্ত্রাদি রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ২০ মিলিমিটার অর্লিকন গান, এলএমজি, সিএসএমজি, এসএ রাইফেল এবং পিস্তল। এসব গান এবং অস্ত্র চালানোর জন্য কোস্টগার্ড জাহাজে রয়েছে প্রশিক্ষিত নাবিকবৃন্দ, যারা তাদের দক্ষতার মাধ্যমে এসব গান এবং অস্ত্র ব্যবহার করে থাকে। এছাড়াও নেভিগেশনের জন্য এই জাহাজটিতে রয়েছে জিপিএস, ইকো সাউন্ডার, ম্যাগনেটিক কম্পাস। পাবনা জাহাজটি সাধারণ মানুষের পরিদর্শনের জন্য উন্মুক্ত করায় খুসি স্থানীয়রা।
দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ