ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
চিরিরবন্দরে কিশোরের গলা কাটা মরদেহ উদ্ধার
  • শাহ্ আলম শাহী, দিনাজপুর
  • ২০২৩-০৩-১৪ ২২:০৬:৪৩
দিনাজপুরের চিরিরবন্দরে মিরাজুল ইসলাম (১৪) নামে এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ( ১৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে চিরিরবন্দর উপজেলার আলোকডিহি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিরাজুল ইসলাম চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের রাণীরবন্দর গুরুহাটি এলাকার আমিনুল ইসলামের ছেলে ও পালপাড়া দ্বি-মূখী পল্লী উন্নয়ন আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র বলে জানিয়েছে পুলিশ। চিরিরবন্দর থানার অফিসার অফিসার ইনচার্জ (ওসি)'মো.বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 'মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা গলাকাটা কিশোরকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে কিশোর মিরাজের মরদেহ উদ্ধার করে পুলিশ। সুরত হাল শেষে ময়না তদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।' স্থানীয় সাংবাদিক ফজলুর রহমান জানান, আলোকডিহি ইউনিয়নের গছাহার গ্রামের আইজুল মেম্বার পাড়া এলাকায় রাস্তার ধারে ফসলি জমির পাশে মিরাজুল ইসলাম (১৪) নামে এক কিশোরের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ মরদের উদ্ধার করেছে। মিরাজের বাবা আমিনুল ইসলাম জানান,রাত ৮ টার দিকে আমার ছেলে সওদা নিতে রাণীরবন্দর বাজারে যায়। পরে রাত ১০টা পেরিয়ে গেলেও সে বাড়ি ফিরে না আসায় তাকে অনেক খোঁজাখুঁজি করি। পরে জানতে পারি আমার ছেলের গলাকাটা মরদেহ নাকি রাস্তার পড়ে আছে। পড়ে গিয়ে আমার ছেলে মিরাজের সাথে থাকা বাই-সাইকেলটিসহ রাস্তার ধারে তার গলাকাটা মরদেহ দেখতে পাই। আমার ছেলেকে কে এবং কেনো হত্যা করা হয়েছে, আমরা এখনো জানি না। আমি এর বিচার চাই।
দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ