ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
দুর্গাপুরে স্বামীর নির্যাতনে ঘরছাড়া গৃহবধূ'র পাশে দাঁড়ালেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী আইনী সুরক
  • মোবারক হোসেন শিশির, দুর্গাপুর, রাজশাহী
  • ২০২৩-০২-১৯ ১০:১২:৪৪
যৌতুকের দাবীতে নেশাগ্রস্থ স্বামীর অমানুষিক নির্যাতনে ঘর ছাড়া গৃহবধু মলি বিবি (২০) র পাশে দাঁড়ালেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী আইনী সুরক্ষা কর্মসূচী। জানাযায়, রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোকড়াকুল বাঁশবাড়ী গ্রামের আবু বক্কর সিদ্দিকের পুত্র আশরাফুল ইসলাম (২৩) সাথে দুর্গাপুর উপজেলার রৈপাড়া সরকারপাড়া গ্রামের হোসেন মন্ডলের কন্যা মলি খাতুনের সাথে প্রায় দুই বছর পূর্বে পারিবারিক সমন্ধের মাধ্যমে বিয়ে হয়। বিয়ের পর গৃহবধু মলি বেগম স্বামী আশরাফুল ইসলাম প্রতিনিয়ত নেশা করার বিষয়টি জানতে পেরে এই পথ থেকে সরে আসার জন্য স্বামীকে অনুরোধ করে। এরপর বেশ কিছুদিন সংসার ভালোমতো চলার পর আবারো নেশাগ্রস্থ স্বামী আশরাফুল গৃহবধুকে যৌতুকের দাবীতে অমানুষিক নির্যাতন চালাতে থাকে। এরই এক পর্যায়ে স্বামীর অমানুষিক নির্যাতন সহ্য করতে না পেরে গত বছরের ১৭ নভেম্বর পিতার বাড়ী দুর্গাপুর উপজেলার রৈপাড়ায় চলে আসে। পরে নির্যাতিতা গৃহবধু মলি বেগম ব্র্যাক পল্লী সমাজের নেতাদের মাধ্যমে জানতে পারে দুর্গাপুর ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী আইনী সুরক্ষা কর্মসূচীর মাধ্যমে বিনা খরচে আইনী সহযোগীতা পাওয়া যায়। পরে ১৯ নভেম্বর গৃহবধু মলি বেগম দুর্গাপুর ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী আইনী সুরক্ষা কর্মসূচীর এসোসিয়েট অফিসার ওমর ফারুক এর স্বরনাপন্ন হয়ে আইনী সহযোগীতা চাইলে অফিসার ওমর ফারুক নির্যাতনকারী স্বামীর পরিবারকে পর পর দুইটি আহব্বান পত্র প্রেরন করলে গত ১৯ নভেম্বর সকালে সামাজিক ক্ষমতায়ন ও আইনী আইনী সুরক্ষা কর্মসূচীর এসোসিয়েট অফিসার ওমর ফারুক গৃহবধুর দেনমোহর ও খোরপোশ বাবদ নগদ ১লাখ ২৫ হাজার টাকা ছেলে পক্ষের কাছ থেকে গৃহবধুকে প্রদানের মাধ্যমে অফিসের বাহিরে খোলা তালাকের মধ্য দিয়ে সুষ্ঠু সমাধান করে দেন। বিনা খরচে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী আইনী সুরক্ষা কর্মসূচীর মাধ্যমে আইনি সুরক্ষা পেয়ে খুশি নির্যাতিত মলি বিবি।
দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ