ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
তত্ত্বাবধায়ক সরকার আর ফিরে আসবে না: আইনমন্ত্রী
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২৩-০২-১২ ০৫:৪১:১৭
বিএনপির দুঃশাসন এবং নির্বাচনে কারচুপি করার জন্য বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের আবির্ভাব হয়েছিল বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল কোয়ার্টার মাঠে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন মন্ত্রী। ‘নতুন অভিযাত্রায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব’- এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশের শুরুতেই প্রেসক্লাবের প্রকাশনা ‘খোয়াব’- এর মোড়ক উন্মোচন করেন আইনমন্ত্রী ও অন্য অতিথিরা। এর আগে মন্ত্রী ‘নতুন অভিযাত্রায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব’- এর উদ্বোধন করে আজীবন সদস্যদের হাতে সনদপত্র তুলে দেন। সুধী সমাবেশে আইনমন্ত্রী বলেন, আপনারা ১৯৯৬ সালের নির্বাচন দেখেছেন। ২০০৬ থেকে ২০০৭ সালের প্রথম দিকের নির্বচানের প্রস্তুতি দেখেছেন। এই অপকর্মগুলোর কারণে তত্ত্বাবধায়ক সরকারের জন্ম। যখন তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে মামলা হলো- হাইকোর্ট বলল এই তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের সাথে সঙ্গতিপূর্ণ নয়। কোনোদিন সংবিধান তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেনি, সেহেতু এটি অবৈধ এবং এটি বাতিল করতে হবে। সেই বাতিলটিকে আইন সঙ্গত করার জন্য সংবিধান সংশোধন করা হলো সংসদের মাধ্যমে। তিনি আরও বলেন, এখন ওনারা (বিএনপি) আবার দাবি তুলেছেন। ওনাদের এই দাবির মানে হলো- আমরা নির্বাচন করব, আমাদের জিততে হবে। মানে সব মানি, তালগাছ আমার। আমি এখানে পরিস্কার করে বলতে চাই- বাংলাদেশ একটি স্বাধীন দেশ। একটি স্বাধীন দেশের সাংবিধানিক ভিত্তি সুপ্রিম কোর্ট আছে। সুপ্রিম কোর্ট এই তত্ত্বাবধায়ক সরকারকে অবৈধ বলে রায় দিয়েছে। সেই রায়ের প্রেক্ষিতে সংবিধান সংশোধন করেছে সংসদ। এই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার কোনো সম্ভাবনা আর নেই। এখন থেকে সংবিধানে যেভাবে বলা আছে, ঠিক সেভাবেই নির্বাচন হবে। বিএনপির সাহেবরা তো সংবিধান পড়েন না, ওনারা খুব বেশি হলে পড়েন আর্মি অ্যাক্ট। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামির সভাপতিত্বে সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন- ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুস সাত্তার ভূইয়া, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম, জেলা পরিষদের চেয়ারম্যান আল মামুন সরকার, জেলা প্রশাসক মো. শাহগীর আলম ও পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন প্রমুখ। এছাড়া সুধী সমাবেশে স্বাগত বক্তব্য দেন ক্লাবের সদস্য সচিব জাবেদ রহিম বিজন।
দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ