দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এইচএসসি) পরীক্ষায় অংশ গ্রহনকারি ১৩ টি কলেজের সকল ছাত্রছাত্রী অকৃতকার্য হয়েছে। এই শত ভাগ অকৃতকার্য কলেজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য শিক্ষামন্ত্রালয়ে পাঠদান বন্ধের সুপারিশ করার জন্য চিঠি দেওয়া হবে।
আজ বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসার তোফাজ্জুর রহমান স্বাক্ষরিত ফলাফল থেকে জানা যায় ১৩টি কলেজের কোন পরীক্ষার্থী পাশ করতে পারেনি।
কলেজ ১৩টি হল, ঠাকুরগাও জেলার রাণীশংকৈর উপজেলার গোগোর কলেজ। এই কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় মাত্র ১৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেন। ১৩ জনই পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।
ঠাকুরগাও জেলা সদরের সালান্দার মহিলা কলেজ। এই কলেজ থেকে মাত্র ১১ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেন। আর ১১ জনই অকৃতকার্য হয়েছেন।
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার সিনগার দাবরির হাট বি.এল হাই স্কুল এন্ড কলেজ। এই কলেজ থেকে ৭ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেন।
পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার আলহাজ্ব তমিজ উদ্দীন কলেজ। এই কলেজের পরীক্ষার্থী ছিল ৭ জন। পঞ্চগড় জেলার বোদা উপজেলার মাড়েয়া মডেল হাই স্কুল এন্ড কলেজ, এই কলেজের পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ জন।
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার নাসির উদ্দীন কলেজ, এই কলেজের পরীক্ষার্থী ছিল ৬ জন। লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার দুহুলী এস.সি হাই স্কুল এন্ড কলেজ, এর পরীক্ষাথীর সংখ্যা ছিল ৪ জন। নীলফামারী জেলার জলঢাকা উপজেলার চাউরাডাঙ্গী হাই স্কুল এন্ড কলেজ, এই কলেজের পরীক্ষার্থী ছিল ৩ জন।
দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সোনকা আদর্শ কলেজ, এই কলেজের পরীক্ষার্থী ছিল ৩ জন। গাইবান্ধা জেলার সাদুল্যাহ উপজেলার নলডাঙ্গা মহিলা কলেজ, এই কলেজের পরীক্ষার্থী ছিল ১ জন। লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার দাইখাওয়া মহিলা কলেজ, এই কলেজের পরীক্ষার্থী ছিল ১ জন।
দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার উত্তর লক্ষীপুর হাই স্কুল এন্ড কলেজ, এই কলেজের পরীক্ষার্থী ছিল ১ জন। ঠাকুরগাও জেলার পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ কলেজেট স্কুল এন্ড কলেজ, এই কলেজের পরীক্ষার্থী ছিল ১ জন। ফলে শত ভাগ ফেল করেছেন ১৩টি কলেজের সকল পরীক্ষার্থী।
পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসার তোফাজ্জুর রহমান বলেন, এই ১৩টি কলেজ এমপিও ভুক্ত নয়। তাই আমরা তাদের পাঠদানের বিষযটি বন্ধ করে দেওয়ার ব্যাপারে সুপারিশ করা হবে। তারপরও বোর্ডের পক্ষ থেকে কারন দর্শানোর চিঠি প্রেরন করা হবে।