ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
আমতলী উপজেলা পরিষদ পূনঃ নির্বাচনের তফসিল ঘোষণা
  • মাহতাবুর রহমান, আমতলী, বরগুনা
  • ২০২৩-০১-২৪ ০৯:১৪:০০
আগামি মার্চ মাসে বরগুনা জেলার আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের পুনঃ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের উপসচিব ( নির্বাচন পরিচালনা -২ ) মোঃ আতিয়াব রহমান। ইভিএম ব্যবহার করে ওই দিন সকাল সাড়ে ৮ টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলবে। এছাড়া নির্বাচন কমিশন সচিবালয় থেকে উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০১৯ উপলক্ষে জারি করা সকল আদেশ, নির্দেশ, পরিপত্র, আইন ও বিধি অনুসরণ এবং স্বাস্থ্য বিধি পালনের মাধ্যমে জনস্বাস্থ্য নিশ্চিত করে নির্বাচনী প্রচারণা, ভোটগ্রহণ ও নির্বাচনী অন্যান্য কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ২৪ জানুয়ারি ২০২৩ তারিখে উপসচিব মোঃ আতিয়াব রহমান স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়েছে বরগুনা জেলার আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিদ্যমান প্রার্থীদের মধ্যে আগামী ১৬ মার্চ ২০২৩ তারিখে পুনঃনির্বাচনী অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।
দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ