কঠোর নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি বিশ্ব ইজতেমায় এবার সাইবার নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে গাজীপুরের টঙ্গীতে ইজতেমা ময়দানে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিরাপত্তায় পুলিশ, র্যাব, আনসারের পাশাপাশি প্রয়োজনে বিজিবিও প্রস্তুত থাকবে। সকল আইনশৃঙ্খলা বাহিনী সমন্বয় করেই আইনশৃঙ্খলায় নিয়োজিত থাকবে।
তিনি বলেন, এখন পর্যন্ত সুন্দরভাবেই ইজতেমার প্রস্তুতির মূল কাজ এগিয়ে চলছে। এখন পর্যন্ত ৯৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, বিদেশি মেহমানরা প্রতিবার যেসব সুযোগ সুবিধা পেয়ে থাকে এবারও তা পাবেন। পাশাপাশি এবার তাদের জন্য আরও সেবা বৃদ্ধির চেষ্টা করছি।
তিনি আরও বলেন, বিদেশি মেহমানরা হাজী ক্যাম্পে অবস্থান করবেন। দ্বিতীয় দফায় যারা আসবেন তারাও হাজী ক্যাম্পে অবস্থানের সুযোগ পাবেন।
এবারও দুই দফার বিশ্ব ইজতেমায় সুন্দরভাবে শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
প্রসঙ্গত, টঙ্গীর তুরাগপাড়ে প্রথম দফায় আগামী ১৩ থেকে ১৫ জানুয়ারি আর দ্বিতীয় দফায় ২০ থেকে ২২ জানুয়ারি বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে