ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
দক্ষ মানবসম্পদ গড়তে টেকনিক্যাল শিক্ষার বিকল্প নেই
  • মোঃ জহিরুল হক, ভোলা
  • ২০২২-১২-২৯ ০৮:৩২:৪৫

ভোলার লালমোহনে মহান বিজয় দিবস -২০২২ একাত্তর রণাঙ্গনের স্মৃতিচারণ অতঃপর বিজয় উল্লাস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বরে) লালমোহন সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজর আয়োজনে টেকনিক্যাল স্কুল ও কলেজর হল রুমে বিজয় উল্লাস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লালমোহন সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীবাস চন্দ্র দে এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-০৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। এসময় তিনি বলেন- দক্ষ মানবসম্পদ গড়তে যুগোপযোগী টেকনিক্যাল  শিক্ষার বিকল্প নেই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় টেকনিক্যাল স্কুল ও কলেজটি করা সম্ভব হয়েছে, তা না হলে আমার পক্ষে করা সম্ভব হত না। আমি প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল। এসময় লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফখরুল আলম হাওলাদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, পৌর আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, লালমোহন থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র -ছাত্রী অবিভাবক ও বিভিন্ন শেণির পেশার লোকজন উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস ক্লাবের সূচনা
ব্রাহ্মণবাড়িয়ায় গভ:  মডেল গার্লস হাই  স্কুলের নতুন একাডেমীক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
দিনাজপুর বোর্ডে  এইচএসসি পাশের হার ৭৭ দশমিক ৫৬ শতাংশ