ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
দিনাজপুর শিক্ষা বোর্ডের এ পাশের হার ৮১ দশমিক ১৬ শতাংশ , জিপিএ ৫ পেয়েছে ২৫ হাজার ৫৮৬ জন
  • সুলতান মাহমুদ, দিনাজপুর
  • ২০২২-১১-২৮ ০৪:৪৮:৩৬

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) - ২০২২ ফলাফল প্রকাশ করেছেন।  এ বছর পাশের হার ৮১ দশমিক ১৬ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ২৫ হাজার ৫৮৬ জন ছাত্র-ছাত্রী । 

আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে দিনাজপুর শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসার  তোফাজ্জুর রহমান  আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের নিকট এই ফলাফল প্রকাশ করেন । 

দিনাজপুর শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে,  এ বছর এসএসসি পরীক্ষায়  ১ লক্ষ ৭৬ হাজার ৮৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে এসএসসি পরীক্ষায় ১ লক্ষ ৭৪ হাজার ৫৭৭ জন ছাত্রছাত্রী অংশ গ্রহন করেন। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ হাজার ২ শত ৬৯ জন। 

এ বছর ১ লক্ষ ৪১ হাজার ৬৮২ জন ছাত্রছাত্রী এসএসসি পাশ করেছে । পরীক্ষায় উপস্থিত ছাত্রীর সংখ্যা ছিল ৮৬ হাজার ৩৭২ জন আর  ছাত্রের উপস্থিত সংখ্যা ছিল ৮৮ হাজার ২০৫ জন। 

এ বছর ছাত্রের তুলনায় ছাত্রীর পাশের সংখ্যা ও জিপিএ ৫ এর সংখ্যাও বেশি পেয়েছে ছাত্রীরা। ছাত্রীর পাশের হার ৮১ দশমিক ৫৫ শতাংশ এবং ছাত্রের পাশের হার ৮০ দশমিক ৭৭ শতাংশ।  জিপিএ ৫ পেয়েছে ছাত্রী ১৩ হাজার ৩৬৮ জন আর ছাত্র জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ২১৮ জন। বহিস্কৃত পরীক্ষার্থীর  সংখ্যা ছিল ৩৬। 

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এ বছর  কোন পরীক্ষার্থী পাস করে নাই এমন বিদ্যালয়ের সংখ্যা ৫ টি । ৮৭ বিদ্যালয় শতভাগ পাস করেছে। 

২৭৭ টি কেন্দ্রের মাধ্যমে ২ হাজার ৬৯০ টি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন।  এদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লক্ষ ৬৮ হাজার ৫৭৩ জন অনুপস্থিত শিক্ষার্থী ছিল ১ হাজার ৬৯৫ জন । এবং নিয়মিত পরী¶ার্থীর পাশের সংখ্যা রয়েছে ১ ল¶ ৩৫ হাজার ৬১২ জন। 

দিনাজপুর শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান জানান , এ বছর পাশের হার অনেক কমেছে তবে জিপিএ ৫ এর সংখ্যা বেড়েছে। কোভিড ১৯  আমাদের শিক্ষা ব্যবস্থাকে অনেক পিছিয়ে দিয়েছে  তাই সরকার নির্ধারিত সময়ের মধ্যে ছাত্রছাত্রীরা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এ বছর যে সকল বিদ্যালয়ের পাশের হার শুন্যেে কোঠায় তাদেও বিরুদ্ধে মন্ত্রানালয়ে লিখা হবে । যে এ সকল বিদ্যালয়ের পাঠদানের অনুমতি বাতিল করা হয় । কারন ঐ সকল বিদ্যালয়ে পরীক্ষার্থীর সংখ্যাও ১ থেকে ৫ জন মাত্র।  

এ সময় আরোও উপস্থিত ছিলেন কলেজ পরিদর্শক প্রফেসার ফারাজ উদ্দীন তালুকদার , উপ- সচিব ড. আব্দুর রাজ্জাক , উপ বিদ্যালয় পরিদর্শক মাহমুদুর রহমান , উপ পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক ) মানিক হোসেন , সহ পরীক্ষা নিয়ন্ত্রক  রেজাউল করিম চৌধুরী , দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়ন সাধারন সম্পাদক সৈয়দ মাহমুদ উল করিম প্রমুখ । 

গাজীপুরে বিনামূল্যে নারীদের ল্যাপটপ বিতরণ
বিসিএসআইআর স্কুল এন্ড কলেজের জাতীয় শিশু দিবস উদযাপন
ঝালকাঠি নার্সিং কলেজ  অতিথি শিক্ষকের নামে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা
সর্বশেষ সংবাদ