ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
আজ দেশবরেণ্য রাজনীতিবিদ- দৈনিক সংবাদের সাবেক সম্পাদক আহমুদুল কবির (মনু মিয়া)র ১৯ তম মৃত্যু বার্ষিকী
  • হাজী জাহিদ, নরসিংদী
  • ২০২২-১১-২৩ ০৫:১২:৫৯

বাংলাদেশের ইতিহাসে শ্রদ্ধাভরে যাঁর নামটি স্বর্নাক্ষরেলেখা রয়েছে,তিনি হলেন বহুল প্রচারিত, জনপ্রিয়, বস্তুনিষ্ঠ দৈনিক সংবাদের সাবেক সম্পাদক দেশবরেণ্য জননন্দিত আসাম্প্রদায়িক চেতনার আলোকবর্তিকার রাজনীতিবিদ আহমুদুল কবির (মনু মিয়)। আজ ২৪ নভেম্বর এই সর্বজন প্রিয় আহমুদুল কবির( মনু মিয়া)র ১৯ তম মৃতু বার্ষীকি দিবস।

আহমুদুল কবির( মনু মিয়া)স্মৃতি সংসদ এর সম্মানীত সভাপতি ব্যারিস্টার নিহাদ কবির ও উপদেষ্ঠা দৈনিক সংবাদ সম্পাদক আলতামাশ কবির মিশু মিয়ার উদ্যোগর  দিবসটি উপলক্ষে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। যাতে রয়েছে ফজর বাদ মরহুমের ঘোড়াশালের ঐতিহ্যবাহী মিয়া বাড়িতে, পবিত্র কোরান খতম,সকাল ৬ টায় মিয়াবাড়িতে গরীবদের খাবার বিতরণ,সকাল ১০:৩০মি, আহমুদুল কবির মনু মিয়া স্মৃতি সংসদ ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের মাধ্যমে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া।জোহর বাদ মরহুমের আত্মার শান্তি কামনায় মসজিদে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া। জোহর বাদ এলাকার এতিমখানাগুলোতে খাবার বিতরণ। বাদ আসর ৭নং ওয়ার্ডের ১৮ টি মসজিদে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল। দুপুরে মিয়া বাড়িতে মেহমানদের সম্মানার্থে আপ্যায়ন।

দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ