ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
পটুয়াখালীতে অটো চালকদের কাছ থেকে চাঁদা দাবীর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
  • এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু, পটুয়াখালী
  • ২০২২-১১-১৩ ১২:৩১:৪০

পটুয়াখালীর সদর উপজেলাধীন কমলাপুর ইউনিয়নে দক্ষিন ধরান্দি বাজার থেকে কাশিপুর বাজারে চলাচলরত অটোরিকশা থেকে চাঁদা না দিলে অটোরিকশা চালাতে দিবে না হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী অসহায় শতাধিক অটোরিকশা চালকরা।

রবিবার বেলা ১১ টায় উত্তর ধরান্দি লঞ্চঘাটে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে চাঁদাবাজী বন্ধের দাবী জানিয়ে বক্তব্য রাখেন অটোচালক মাহবুব, জহিরুল ইসলাম,  মনির বয়াতি ও হানিফ।
 
বক্তারা বলেন, আমরা অটো চালিয়ে কোন রকম সংসার চালাই। এতোদিন কেউ কোনদিন আমাদের কাছে চাঁদা দাবী করে নাই, কিন্তু বর্তমানে এই ইউনিয়নের শ্রমিক লীগের রিপন দাস ও ইসা ঘরামিসহ অন্যানরা চাঁদা দাবী করেন। চাঁদা না দিলে অটো চালাতে দিবে না। আমরা এখন ভয়ে দিন যাপন করছি। আমরা আইনের কাছে এর সুবিচার চাই।

এ বিষয়ে জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান বাংলা ইনসাইডার কে  জানান , আমি এ ঘটনা জানি না, তবে শ্রমিক লীগের কেউ যদি একাজ করে  থাকে তাহলে তাদের বিরুদ্ধে সংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

মাউশির প্রদর্শক ও গবেষণা সহকারি পদের ফল প্রকাশের দাবিতে মানববন্ধন
পঞ্চগড়ে ভারী বর্ষণে ভেঙে গেছে সড়ক, বন্ধ যান চলাচল
পলাশে ঘণ ঘন লোডশেডিং, ৪ হাজার মুরগীর মৃত্যু