পটুয়াখালীর সদর উপজেলাধীন কমলাপুর ইউনিয়নে দক্ষিন ধরান্দি বাজার থেকে কাশিপুর বাজারে চলাচলরত অটোরিকশা থেকে চাঁদা না দিলে অটোরিকশা চালাতে দিবে না হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী অসহায় শতাধিক অটোরিকশা চালকরা।
রবিবার বেলা ১১ টায় উত্তর ধরান্দি লঞ্চঘাটে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে চাঁদাবাজী বন্ধের দাবী জানিয়ে বক্তব্য রাখেন অটোচালক মাহবুব, জহিরুল ইসলাম, মনির বয়াতি ও হানিফ।
বক্তারা বলেন, আমরা অটো চালিয়ে কোন রকম সংসার চালাই। এতোদিন কেউ কোনদিন আমাদের কাছে চাঁদা দাবী করে নাই, কিন্তু বর্তমানে এই ইউনিয়নের শ্রমিক লীগের রিপন দাস ও ইসা ঘরামিসহ অন্যানরা চাঁদা দাবী করেন। চাঁদা না দিলে অটো চালাতে দিবে না। আমরা এখন ভয়ে দিন যাপন করছি। আমরা আইনের কাছে এর সুবিচার চাই।
এ বিষয়ে জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান বাংলা ইনসাইডার কে জানান , আমি এ ঘটনা জানি না, তবে শ্রমিক লীগের কেউ যদি একাজ করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে সংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357
News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com