ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
লালমনিরহাটে টিআর-কাবিখার ভাগাভাগি নিয়ে চেয়ারম্যান ও ভাইচ চেয়ারম্যানের মারামারি : অফিস ভাংচুর
  • আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট
  • ২০২২-১১-০৭ ০৭:১৯:৫০

লালমনিরহাটের হাতীবান্ধায় টিআর ও কাবিখা-কাবিটার ভাগাভাগি নিয়ে উপজেলা চেয়ারম্যান ও ভাইচ চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে হাতাহাতি, মারধর ও অফিস ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় উপজেলা ভাইচ চেয়ারম্যান জেসমিন নাহার আহত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও উপজেলা পরিষদ সুত্রে জানা যায়, এ উপজেলায় দীর্ঘদিন ধরে টিআর ও কাবিখা-কাবিটার ভাগাভাগি নিয়ে জন প্রতিনিধিদের মধ্যে দ্ব›দ্ব চলে আসছে। ২০২২-২৩ অর্থ বছরের টিআর ও কাবিখা-কাবিটার উপজেলা পরিষদের বরাদ্দ ২০ ভাগের ভাগাভাগি নিয়ে উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুনের অফিসে দুই ভাইচ চেয়ারম্যানের সাথে তার বাকবিতন্ডা শুরু হয়। এ সময় উপজেলা ভাইচ চেয়ারম্যান জেসমিন নাহার উপজেলা চেয়ারম্যানকে গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে উপজেলা চেয়ারম্যান অফিস ত্যাগ করে চলে যান। খবর পেয়ে উপজেলা চেয়ারম্যানের ছোট ভাই ও চাচাসহ তার লোকজন অফিসে এসে উপজেলা ভাইচ চেয়ারম্যান জেসমিন নাহারের অফিসে ভাংচুর করেন এবং তাকে ও তার স্বামীকে মারধরও করেন এমন অভিযোগ জেসমিন নাহারের। 

তবে এ ঘটনার জন্য উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন ও ভাইচ চেয়ারম্যান জেসমিন নাহার একে অপরকে দায়ী করে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেন জানান। তবে উপজেলা পরিষদের অপর ভাইচ চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরু এ ঘটনার জন্য উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুনকে দায়ী করেছেন।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির হোসেন জানান, উপজেলা চেয়ারম্যান ও ভাইচ চেয়ারম্যানের মধ্যে যে ঘটনাটি ঘটেছে তা দুঃখজনক। এ বিষয়ে তারা যদি আইনী ব্যবস্থা নিয়ে থাকেন তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ