ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
- মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
-
২০২২-১০-২৭ ১১:০৪:২১
- Print
ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু স্কয়ার আব্দুল কুদ্দুস মাখন মুক্ত মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বিভূতি ভূষণ দেব নাথের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোঃ জুলফিকার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ খোরশেদ আলম, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ,এম,এম শফিকুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন সরকারি মডেল গার্লস স্কুলের প্রধান শিহ্মক পারভিন আক্তার, নিয়াজ মোহাম্মদ স্কুলের প্রধান শিহ্মক শহিদুল ইসলাম,গভঃ মডেল স্কুলের সিনিয়র শিহ্মক আব্দুল লতিফ,সিনিয়র শিহ্মক গিয়াস উদ্দিন মৃদা সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিভিন্ন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও সহকারী শিক্ষকসহ স্থানীয় সূধীজন উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বিভূতি ভূষণ দেব নাথ বলেন, বর্তমান সরকারের আন্তরিকতায় শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন এসেছে। যার সুফল পাচ্ছে শিক্ষকসহ সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষকগন একটি সুস্থ সমাজ বিনির্মাণে নিজেদের অবস্থান থেকে নিরন্তর কাজ করে যাচ্ছে। তিনি এ সময় শিক্ষকদের কল্যানে সরকার আরো বিস্তৃতভাবে উদ্যোগ গ্রহন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।