ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
দুর্গাপুরে ব্র্যাকের উদ্যোগে বাল্যবিয়ে প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত
  • মোবারক হোসেন শিশির, দুর্গাপুর, রাজশাহী
  • ২০২২-১০-২৪ ০৯:৩৭:১৭
রাজশাহীর দুর্গাপুরে বাল্যবিয়ে প্রতিরোধে করণীয় শীর্ষক এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ অক্টোবর সোমবার সকাল ১০ টায় দুর্গাপুর উপজেলা পরিষদ মিনি হলরুমে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে বাল্যবিয়ে প্রতিরোধে করণীয় শীর্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্গাপুর উপজেলা নির্বাহি অফিসার সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় বক্তব্য রাখেন ব্রাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক ত্রিপিক চন্দ্র গোলজার, অফিসার (সেল্প) মোমিনুল ইসলাম, ওমর ফারুক। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবা আক্তার, কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা, শিক্ষা কর্মকর্তা মুখলেসুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহুরুল হক, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ, রিয়াজুল ইসলাম, দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ আব্দুর রব, নিকাহ রেজিস্টার নাজমুল হক, দুর্গাপুর সাংবাদিক সমাজের সভাপতি মোবারক হোসেন শিশির প্রমূখ। অনুষ্ঠিত সমন্বয় সভায় বক্তারা বলেন, নারীর ক্ষমতায়নের পথে বাল্যবিয়ে একটি অন্যতম প্রধান বাধা, যা কার্যকরী সমন্বিত কর্মকৌশল নির্ধারণ করার লক্ষ্যে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি,সুশীল সমাজ, সাংবাদিক, শিক্ষক, নিকাহ রেজিস্ট্রার ও যুব প্রতিনিধিদের নিয়ে কর্মকৌশল নির্ধারণের জন্য এক কর্মশালার আয়োজন। বাল্যবিয়ে প্রতিরোধ ও হ্রাসকরন সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সভায় উপস্থিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিক্ষক প্রতিনিধি ও যুব প্রতিনিধিরা বক্তব্যে বলেন, ব্রাক নারীর ক্ষমতায়ন এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আইনি অধিকার নিশ্চিত করণে দুর্গাপুর উপজেলার নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে। পরে একই স্থানে অতিথিদের উপস্থিতিতে আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ