ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
আগামীর পৃথিবী হবে হবে বিজ্ঞান ভিত্তিক, তা হবে প্রযুক্তি নির্ভর কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২২-১০-২২ ১০:২৬:৪০

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাসের বলেছেন,'মোবাইল ব্যবহারকে কাজে লাগাতে হবে। কারণ মোবাইলে ছোয়ায় এখন পৃথিবীতে সব কিছু জানা যায়। তাই মোবাইলের যতটুকু প্রয়োজন ততটুকু কাজে লাগাতে হবে। কিন্তু মোবাইলেরও ক্ষতিকর দিক আছে। তবে আগামীর পৃথিবী হবে তা হবে বিজ্ঞান ভিত্তিক, তা হবে প্রযুক্তি নির্ভর। আগামীর পৃথিবীতে টিকে থাকতে হলে শিক্ষা অর্জন করতে হবে।'

শনিবার (২২ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্রাচার্য বিদ্যাপীঠের নতুন একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কলেজর সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. জহিরুল ইসলাম পাটোয়ারী, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ফিন্যান্স ও ব্যাংকি বিভাগীয় প্রধান প্রফেসর মো. জামাল হোসেন, কলেজের প্রতিষ্ঠাতা মুনতাসির মহিউদ্দিন অপু, বিটরঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী জাফর দস্তগীর প্রমুখ।

এসময় এই কলেজের প্রথম ব্যাচের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। পরিবেশন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস ক্লাবের সূচনা
ব্রাহ্মণবাড়িয়ায় গভ:  মডেল গার্লস হাই  স্কুলের নতুন একাডেমীক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
দিনাজপুর বোর্ডে  এইচএসসি পাশের হার ৭৭ দশমিক ৫৬ শতাংশ