ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে ওয়ারেন্টভুক্ত আসামীর মৃত্যু
  • জসিম উদ্দিন বিজয়, সাভার
  • ২০২২-১০-১৯ ০৯:৫২:৪২

আশুলিয়ায় ওয়ারেন্টভুক্ত আসামী পুলিশের উপস্থিতি টের পেলে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে এক আসামীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শ করেছে পুলিশ।  

বুধবার (১৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জামাল সিকদার।  নিহতের নাম সুলতান বেপারী (৪৮)। তিনি আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকার মৃত মতি মিয়া বেপারীর ছেলে।

নাম প্রকাশ না করার শর্তে  নিহতেরস্বজন বলেন,  এশিয়ান ব্রিকস নামে সুলতান বেপারীসহ কয়েকজন মিলে ইটভাটার মালিক ছিল। এক সময় ব্যবসায়ীক ঋণগ্রস্ত হয়ে পড়েন সুলতান। পাওনাদারদের টাকা-পয়সা লেনদেন সংক্রান্ত একটি মামলা হয়। সেই মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ছিলো সুলতান। পুলিশ রাতে আসছিল। আমিও সঙ্গে ছিলাম। কিন্তু বাসায় না পেয়ে পুলিশ চলে যায়। টের পেয়ে সুলতান পলাতে গিয়ে এমন দুর্ঘটনা হয়তো ঘটেছে। পুলিশের প্রতি কোন অভিযোগ নেই।

স্বজন ও প্রতিবেশী শাহিন বলেন, গত রাতে পুলিশ আসছিলো। তাকে খুঁজে না পেয়ে পুলিশ চলে যায়। পরে সকাল ৮ টার দিকে আমরা দুইবাড়ির মাঝখানে নিচে সুলতানের মরদেহ দেখতে পাই। মুলত এই বিষয় নিয়ে আমরা ও নিহতের পরিবার কথা বলতে চাই না। আমাদের কোন অভিযোগ নেই।

পুলিশ জানায়, গতরাতে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় একজন ওয়ারেন্টভুক্ত আসামী খোঁজে যায় পুলিশ। এসময় আসামী বাড়িতে উপস্থিত হলেও দীর্ঘ সময় পর দরজা খোলেন। এসময় বাড়িতে ওয়ারেন্টভুক্ত আসামী না পেয়ে ফিরে আসেন। পরে সকালে জানা যায়, সেই আসামী ছাদ থেকে পড়ে মারা গেছে।

এ বিষয়ে ওয়ারেন্ট তামিলকারী আশুলিয়া থানার এস আই হাচিব সিকাদর বলেন, রাতে আসামী বাড়িতে গেলে দীর্ঘসময় পর তার পরিবার দরজা খোলেন। আসামীকে না পেয়ে তাদের কাছে দু:খ প্রকাশ করে চলে আসি। পরে সকালে জানতে পারি ওয়ারেন্টভুক্ত সেই আসামীর সেই বাড়ির ছাদ থেকে পড়ে মারা গেছে।

এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জামাল সিকদার বলেন, রাতে কোন আসামীকে পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা, রাতে পুলিশ বাড়িতে গেলে আসামী কৌশলে বাড়ির ছাদে অবস্থান নেয় ও সেখান থেকে পালানোর উদ্দেশ্যে অন্য ছাদে যাওয়ার জন্য লাফ দেয়ার সময় পড়ে গিয়ে মারা যেতে পারে। হয়তো রাতেও তার পরিবার কোন খোঁজ করেনি। সকালে দেখতে পায়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ