ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
পটুয়াখালীর দুমকিতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
  • এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু, পটুয়াখালী
  • ২০২২-১০-১১ ০০:৪২:৪০
পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে সাথী আক্তার (১৮) নামের এক গৃহবধুর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। স্হানীয় একাধিক সূত্রে জানা গেছে সোমবার (১০অক্টোবর) দুপুরে সাথী আক্তারের মা ঘরের দরজা বন্ধ দেখে বাহির থেকে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে লোকজনের সহায়তায় দরজা ভেঙে সাথীকে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখে তাৎক্ষণিক ভাবে উদ্ধার করে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে দুমকি থানায় খবর দিলে পুলিশ সাথী আক্তারের লাশ থানায় নিয়ে আসে। সাথী আক্তারের পিতা মৃত আয়ুব আলী খান, মাতা তাছলিমা বেগম, জানান কিছু দিন পূর্বে হাসান নামের এক যুবকের সাথে তার বিয়ে হয়। এ ব্যাপারে দুমকি থানার তদন্তকারী কর্মকর্তা এসআই সাহাদাত হোসেন বলেন, প্রথমিক ভাবে মৃত্যুর ব্যপারে নিশ্চিত হওয়া যায়নি তবে মেয়ের মায়ের ভাষ্যমতে পূর্ব থেকেই মাথায় সমস্যা ছিল বলে জানান। এব্যাপারে দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে, ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ