ঢাকা শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
বান্দরবানে উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে বৌদ্ধ ধর্মালম্বীদের প্রবারণা পূর্ণিমা
  • মিঠুন দাশ, বান্দরবান
  • ২০২২-১০-০৯ ০০:০৪:২২
বান্দরবানে ঝমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। শনিবার সন্ধ্যায় স্থানীয় রাজার মাঠে ফানুস উড়িয়ে প্রবারণা পূর্ণিমার শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। পরে মারমা শিল্পী গোষ্ঠীদের পরিবেশনায় রাজার মাঠে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল'সহ প্রমুখ । প্রতি বছর পূর্ণিমার তিথিতে বৌদ্ধ ধর্মালম্বীরা এ উৎসবটি পালন করে থাকে। মূলত আষাঢ়ী পূর্ণিমার পর থেকে তিনমাস বর্ষা বাস পালন শেষে শুরু হয় মারমা সম্প্রদায়ের আকর্ষণীয় এই প্রবারণা পূর্ণিমা। ভগবান বুদ্ধকে মনের আশা পুরণের জন্য কাগজের ফানুস বাতি তৈরি করে তাতে আগুন দিয়ে আকাশে উড়িয়ে নিজেদের ইচ্ছার বহি:প্রকাশ ঘটায় বৌদ্ধ ধর্মালম্বীরা। এদিকে উৎসবকে ঘিরে পার্বত্য এলাকার মারমা পল্লী গুলোতে চলছে আনন্দের বন্যা। উৎসবের প্রধান আকর্ষণ বাঁশের তৈরী ড্রাগন আকৃতির রথ এবং বুদ্ধর উদ্দেশ্য ফানুস বাতি উড়ানো। এছাড়াও রয়েছে মন্দিরে মন্দিরে ছোয়াইং দান, পিঠা তৈরী ও হাজার প্রদীপ প্রজ্জলন। আগামী ১০ অক্টোবর রথ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে বৌদ্ধ ধর্মাবলম্বীদর এই প্রধান ধর্মীয় উৎসব।
দিনাজপুরে কুমারী পূজায় ভক্ত-পূণ্যার্থীদের ভীড়; দেশ ও জাতির মঙ্গল কামনা
জিন শয়তান ও মানুষ শয়তান, দুটোই  মানুষকে দেয় কু-পরামর্শ করে পথভ্রষ্ট
ভোলায় ইসলামী আন্দোলনের স্বাগত মিছিল
সর্বশেষ সংবাদ