ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
কুমিল্লার বরুড়া হিফযুল কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • মোঃ মহিবুল্লাহ্ ভূঁইয়া বাবুল, বরুড়া (কুমিল্লা)
  • ২০২২-১০-০২ ০৯:০০:৫৬
কুমিল্লার বরুড়া উপজেলা ১ অক্টোবর ২২ ইং শনিবার ওরাই আপনজন সামাজিক সংগঠন বরুড়া কুমিল্লা উদ্যেগে কুরআনের হাফেজদের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর মোঃ গোলাম মোস্তফা, সংগঠনের সভাপতি মোঃ ইলিয়াছ আহমদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ ডিজিএম মোঃ জালাল উদ্দীন, বরুড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল হাসেম, সংগঠনের সাধারণ সম্পাদক মাস্টার মোঃ জামাল হোসেন, বরুড়া সুন্নিয়া কামিল মাদরাসা উপাধ্যক্ষ মুফতি মিজানুর রহমান জাফরী, মাওলানা মোঃ জসিম উদ্দিন, প্রতিযোগিতার বাস্তবায়ন কমিটির আহবায়ক মোঃ তোফাজ্জল হোসেন তুহিন, প্রমুখ। সকাল ৮ টার সময় কাঁঠালিয়ার পীর সাহেব মাওলানা শামসুদ্দোহা বারী মোনাজাতের মাধ্যমে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা শুরু করা হয়। ৩ শ হাফেজ রেজিষ্ট্রেশন করেন। ১৩০ জন ফাইনাল রাউন্ডে অংশ গ্রহণ করে ১৮ জন কে নগদ টাকা, ক্রেস্ট ও সাটিফিকেট প্রদান করা হয়। আল হুদা একাডেমি থেকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্হান অধিকার করে।
দুর্গোৎস শেষ হচ্ছে আজ
দিনাজপুরে কুমারী পূজায় ভক্ত-পূণ্যার্থীদের ভীড়; দেশ ও জাতির মঙ্গল কামনা
জিন শয়তান ও মানুষ শয়তান, দুটোই  মানুষকে দেয় কু-পরামর্শ করে পথভ্রষ্ট