ঢাকা সোমবার, মে ২০, ২০২৪
পটুয়াখালীতে শারদীয় দুর্গোৎসবের ব্যাপক প্রস্তুতিতে ব্যস্ত কারিগররা
  • এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু, পটুয়াখালী
  • ২০২২-০৯-২৫ ০৯:২০:৫৪
আসছে ১ অক্টোবর মহাষষ্ঠির মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে পটুয়াখালী জেলায় ১৮৮টি মন্ডপে দিনরাত প্রতিমা তৈরীতে ব্যাস্ত সময় কাটাচ্ছেন শিল্পীরা। ১ অক্টোবর ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যদিয়ে দুর্গোৎসব শুরু হয়ে ৫ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে সমাপ্তি ঘটবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পুরোহিত ও আয়োজকরা বলছেন এবছর দেবী দুর্গা গজে আসবে এবং দোলায় ফিরে যাবেন, সুজলা সুফলা শস্য শ্যামলায় ভরে যাবে দেশ আর ভ্রাতৃত্বের বন্ধন ও রোগমুক্তির আশায় অন্যরকম আনন্দে ভাসছেন হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ, শিশু-কিশোর-কিশোরীসহ সকল বয়সের মানুষ। আয়োজকরা বলছেন, বিগত বছরের তুলনায় এ বছর প্রতিমা তৈরী, আলোকসজ্জাসহ সৌন্দর্য্য করনে ব্যয় বহুগুনে বৃদ্ধি পাওয়ায় হিমশিম খেতে হচ্ছে আয়োজকদের। তবুও থেমে নেই তাদের আয়োজনের প্রতিযোগীতা। মন্ডপে মন্ডপে প্রতিমায় চলছে রংয়ের কাজসহ রকমারী আলোকজ্জার বর্ণালী বাহারে সাজানো হচ্ছে পূজামন্ডপ ও তার আশপাশ এলাকা। এ বছর বাড়তি নিরাপত্তা ব্যবস্থায় ছোট বড় প্রতিটি মন্ডপে স্থাপন করা হচ্ছে সিসি ক্যামেরা। সবমিলে উৎসবের রংয়ে সাজছে উপকূলীয় এ জেলা পটুয়াখালী। পুরোহিতরা জানায়, দেবী দুর্গা অসুর দমনের শুভ শক্তি নিয়ে ধরাদামে আগমন করবেন দুষ্ঠের দমন আর সৃষ্টের পালনের জন্যই দশহস্তে দেবী দুর্গা স্বর্গ থেকে মর্ত্যলোকে আগমন করেছিলেন। এরই ধারাবাহিকতায় হিন্দু সম্প্রদায়ের মানুষ প্রতি বছর শারদীয় উৎসব হিসেবে দুর্গাপূজা উদযাপন আসছে। এ বছর পটুয়াখালী জেলায় ১৮৮টি মন্ডপে পুজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদর উপজেলায় ২৬টি, বাউফলে ৬৯টি, দশমিনায় ১৫টি, গলাচিপায় ২৯টি, কলাপাড়ায় ১৬টি, মির্জাগঞ্জে ১৬টি, দুমকীতে ১১টি এবং রাঙ্গাবালী উপজেলায় ৬ টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এসব পূজামন্ডপ সমূহে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় হতে মন্ডপ প্রতি ৫০০ কেজি করে মোট ৯৫ মেঃ টন চাল বরাদ্দ প্রদান করা হয়েছে।
দিনাজপুরে কুমারী পূজায় ভক্ত-পূণ্যার্থীদের ভীড়; দেশ ও জাতির মঙ্গল কামনা
জিন শয়তান ও মানুষ শয়তান, দুটোই  মানুষকে দেয় কু-পরামর্শ করে পথভ্রষ্ট
ভোলায় ইসলামী আন্দোলনের স্বাগত মিছিল
সর্বশেষ সংবাদ