ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
দিনাজপুর শিক্ষা বোর্ডের বিজ্ঞান বিভাগের চারটি পরীক্ষায় স্থগিত
  • সুলতান মাহমুদ, দিনাজপুর
  • ২০২২-০৯-২১ ০৫:০৯:২৩
কুড়িগ্রামে ভুরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় বিজ্ঞান বিভাগের চারটি বিষয়ের পরীক্ষা স্থগিত করেছে দিনাজপুর শিক্ষা বোর্ড। দিনাজপুর শিক্ষা বোর্ড অধীনস্থ এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বিজ্ঞান বিভাগের গণিত, পদার্থবিজ্ঞান কৃষি বিজ্ঞান ও রসায়ন এই চারটি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ বুধবার সকাল দশটার দিকে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছেন। দিনাজপুর শিক্ষাবোডর সূত্রে জানা গেছে চলতি এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এই বিজ্ঞান বিভাগের চারটি বিষয়ের পরীক্ষার স্থগিত করা হয়েছে। এবং পরবর্তীতে বিষয়গুলোর তারিখ বিজ্ঞপ্তি মাধ্যমে জানানো হবে বলেও নিশ্চিত করেছেন তিনি। তিনি জানান দিনাজপুর শিক্ষা বোর্ডের কুড়িগ্রাম জেলার একটি কেন্দ্র থেকে প্রশ্ন পত্র ফাঁসের ঘটনার ঘটে। প্রশ্ন ফাঁসের সাথে যারা জড়িত তিনজনকে কুড়িগ্রাম পুলিশ গ্রেফতার করেছেন। তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে খুব দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে বলেও তিনি জানান। প্রশ্ন ফাঁসের ঘটনার সাথে জড়িত থাকার কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার নেহালুদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব লুৎফর রহমান একই বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মোহাম্মদ রাসেল ও ইসলাম ধর্ম শিক্ষা বিষয়ক সহকারী শিক্ষক জুবায়ের উদ্দীন কে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার আরও অধিক তদন্ত করার জন্য দিনাজপুর শিক্ষা বোর্ড একটি তদন্ত কমিটি গঠন করেছেন আগামী সাত কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করারও নির্দেশনা রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস ক্লাবের সূচনা
ব্রাহ্মণবাড়িয়ায় গভ:  মডেল গার্লস হাই  স্কুলের নতুন একাডেমীক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
দিনাজপুর বোর্ডে  এইচএসসি পাশের হার ৭৭ দশমিক ৫৬ শতাংশ