ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
পলাশ শিল্পাঞ্চল বিশ্ববিদ্যালয় কলেজে শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ
  • হাজী জাহিদ, নরসিংদী
  • ২০২২-০৯-১৮ ০৯:১৮:২১
আজ নরসিংদী পলাশে পলাশ শিল্পাঞ্চল বিশ্ববিদ্যালয় সরকারি কলেজের শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোঃ রাশেদুজ্জামান, পলাশ শিল্পাঞ্চল বিশ্ববিদ্যালয় কলেজ। সঞ্চালনা করেন প্রফেসর জাকারিয়া।উক্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন পলাশ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাক্তার আনোয়ারুল আশরাফ খান দিলিপ। মাননীয় সংসদ সদস্য নরসিংদীর 2 পলাশ এনং সভাপতি পলাশ উপজেলা আওয়ামী লীগ প্রধান অতিথির বক্তব্যে বলেন পহেলা অক্টোবর ২০২২ থেকে শিক্ষার্থীর বেতন ২৫ থেকে ৩০ টাকা হারে গ্রহণ করার অনুরোধ জানান কলেজের কর্তৃপক্ষ প্রধান অতিথির বক্তব্য ও সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন সভায় বিশেষ অতিথি সৈয়দ জাবেদ হোসেন। চেয়ারম্যান উপজেলা পরিষদ পলাশ নরসিংদী এবং সভাপতি পলাশ উপজেলা যুবলীগ। বিশেষ অতিথি ছিলেন আল-মুজাহিদ হসেন তুষার মেয়র ঘোড়াশাল পৌরসভা এবং সাধারণ সম্পাদক পলাশ উপজেলা যুবলীগ। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক কামরুল ইসলাম গাজী। সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামীলীগ ও চেয়ারম্যান জিনারদী ইউনিয়ন পরিষদ। বক্তাগণ কলেজে সার্বিক উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেন। অধ্যক্ষ রশিদুজ্জামান এই কলেজে যোগদান করার পর কলেজের অনেক উন্নয়ন সাধিত হয়। অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা জানান।এই অধ্যক্ষ এই কলেজে যোগদানের পর লেখাপড়া মান উন্নয়নের জন্য পরিশ্রম করে যাচ্ছেন। তাই অতীতের চেয়ে বর্তমানে শিক্ষার মান অনেকটা ভালো। কলেজটি নিয়ম নীতির মধ্যে চলছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস ক্লাবের সূচনা
ব্রাহ্মণবাড়িয়ায় গভ:  মডেল গার্লস হাই  স্কুলের নতুন একাডেমীক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
দিনাজপুর বোর্ডে  এইচএসসি পাশের হার ৭৭ দশমিক ৫৬ শতাংশ