ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
বান্দরবানে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
  • মিঠুন দাশ, বান্দরবান
  • ২০২২-০৯-১৮ ০৪:০২:৫৩
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গা পূজা সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বান্দরবানে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় বান্দরবান জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি । এসময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম পিপিএম, পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, সদর উপজেলার নির্বাহী অফিসার সাজিয়া আফরোজা, বান্দরবান কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক তাপস কান্তি দাশসহ জেলা ও উপজেলার বিভিন্ন দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি ,সাধারণ সম্পাদক এবং সদস্যরা। সভায় দুর্গা পূজা আয়োজক কমিটি জানায়, আগামী ১ অক্টোবর সন্ধ্যায় মঙ্গল প্রদীপ প্রজ্জলন ও দেবীর মুখোন্মোচনের মধ্যে দিয়ে শুরু হবে দুর্গোৎসব। পাঁচদিনব্যাপী বান্দরবান রাজার মাঠে নানা আয়োজনে মহাসমারোহে এই শারদীয় উৎসব উদযাপন হবে। এসময় সভায় সনাতন ধর্মালম্বী নেতৃবৃন্দরা দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা,পর্যাপ্ত আইনশৃংখলা বাহিনীর সদস্যদের পূজামন্ডপে উপস্থিতি,নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন। প্রসঙ্গত বান্দরবান সদরসহ জেলার ৭টি উপজেলায় ৩০টি পূজা মন্ডপে এবার শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে আর শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়েছে প্রশাসন।
দুর্গোৎস শেষ হচ্ছে আজ
দিনাজপুরে কুমারী পূজায় ভক্ত-পূণ্যার্থীদের ভীড়; দেশ ও জাতির মঙ্গল কামনা
জিন শয়তান ও মানুষ শয়তান, দুটোই  মানুষকে দেয় কু-পরামর্শ করে পথভ্রষ্ট