ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
মালশাপাড়ায় মসজিদের ছাদ ঢালাই নির্মাণ কাজের উদ্বোধন করলেন-হাজী আব্দুস সাত্তার
  • নাজমুল হোসেন, সিরাজগঞ্জ
  • ২০২২-০৯-০৬ ১১:১১:০৭
সিরাজগঞ্জ পৌর শহরের ঐতিহ্যবাহী মালশাপাড়া কবরস্থান মসজিদের দ্বিতীয় তলা ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। সিরাজগঞ্জ পৌর সভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তার নির্দেশক্রমে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮ টায় ঢালাই নির্মাণ কাজের উদ্বোধন করেন, সিরাজগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর এবং ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হাজী মোঃ আব্দুস সাত্তার। এসময় সাবেক কাউন্সিলর বলেন, মসজিদ আল্লাহর ঘর। নতুন নতুন মসজিদ নির্মাণের পাশা পাশি সুন্দর মনের মানুষ ও মুসুল্লী তৈরী করতে হবে। এলাকা ও সমাজের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মসজিদের ছাদ ঢালাইয়ের নির্মাণ কাজের উদ্বোধনের আগে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে দেশবাসীর জন্য দোয়া, বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্য রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন কবরস্থান মাদ্রাসার মুফতি আব্দুর রউফ। এসময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী সিদ্দিকুর রহমান,প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাসুদ, মালশাপাড়া কবরস্থান মসজিদ কমিটির সহ-সভাপতি মোঃ রেজাউল করিম, কোষাধক্ষ্য মোহাম্মদ সিদ্দিক সহ মসজিদের সহ কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
দুর্গোৎস শেষ হচ্ছে আজ
দিনাজপুরে কুমারী পূজায় ভক্ত-পূণ্যার্থীদের ভীড়; দেশ ও জাতির মঙ্গল কামনা
জিন শয়তান ও মানুষ শয়তান, দুটোই  মানুষকে দেয় কু-পরামর্শ করে পথভ্রষ্ট